Question:গ্রিন হাউস কী? একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখ। জলবায়ু পরিবর্ত রোধে আমাদের তিনটি করণীয় লেখ।
Answer শীত প্রধান দেশে সবুজ শাকসবজি চাষের জন্য কাঁচের বা প্লাস্টিকের যেসব ঘর তৈরি করা হয় তাদের গ্রিন হাউস বলা হয়। একটি গ্রিন হাউজ গ্যাসের নাম হলো- কার্বন ডাইঅক্সাইড। জলবায়ু পরিবর্তন রোধে আমাদের তিনটি করণীয় হলো- ১. কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস পোড়গানো কমিয়ে তার বদলে নবায়যোগ্য জ্বালানি, যেমন- সৌরশক্তি, বায়ুপ্রাবাহ ইত্যাদি ব্যবহার করা। ২. বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি যতদূর সম্ভব কম ব্যবহার করা। ৩. বেশি করে গাছ লাগানো।
+ Report
grin hausho ki? akti grin hausho ggoasher namo lekh. jalbayoু pariborot rodhe amader tinti karoniy lekh.