Question:পৃথিবীর বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেড়ে যাওয়ার কারণগুলো পাঁচটি বাক্যে লেখ। 

Answer পৃথিবীর বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেড়ে যাওয়ার কারণগুলো হলো- ১. প্রাকৃতিক জ্বালানী, যেমন- কাঠ, পাতা, জৈব পদার্থ ইত্যাদি পদার্থ পোড়ানো। ২. জীবাশ্ম জ্বালানী যেমন- কয়লা, তেল, গ্যাস ইত্যাদির ব্যবহার। ৩. যানবাহন ও কলকারখানার কালো ধোয়ার মাধ্যমে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড নিঃসৃত হয়। ৪. এছাড়াও বেশি বেশি গাছপালা কাটা বা বন উজাড় করার ফলে বাতাসের কার্বন ডাইঅক্সাইড গ্রহীতার পরিমাণ কমে যাচ্ছে। 

+ Report
Total Preview: 485
prithibir bayoুmondole karobon daiokoxaiড ggoasho beড়ে jaoyar karongulo paঁchti bakje lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd