Question:শীত প্রধান দেশে কী উদ্দেশ্যে গ্রিনহাউজ বানানো হয়? বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেড়ে যাওয়ার তিনটি কারণ লেখ। 

Answer শীত প্রধান দেশে তীব্র শীতের কারণে গাছপালা বেঁচে থাকতে পারে না। সেখান সূর্যের তাপ ধরে রাখার জন্য কাঁচের বা প্লাস্টিকের ঘর বানিয়ে সবুজ শাকসবজি চাষ করার উদ্দেশ্যে গ্রিন হাউজ বানানো হয়। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেড়ে যাওয়ার তিনটি কারণ হলো- ১. পৃথিবীর বিভিন্ন স্থানে কলকারখানা ও যানবাহনে কয়লা, বায়ুমণ্ডলে কার্বনডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ২. বন-উজাড় করে ফেলার কারণে গাছপালার মাধ্যমে কার্বনডাই অক্সাইডের শোষণ কমে যাচ্ছে ফলে এর পরিমাণ বেড়ে যাচ্ছে। ৩. জনসংখ্যা বৃদ্ধির ফলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। 

+ Report
Total Preview: 561
shit prodhan deshe ki udodeshoje grinhaujo banano hoyo? bayoুmonডle karobon daiokoxaiড ggoasho beড়ে jaoyar tinti karon lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd