Question:তুমি দৈনিক পত্রিকায় পড়লে পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। পৃথিবীর তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়াকে কী বলে? পরিবেশের ওপর এর প্রভাব সম্পকেৃ ৪টি বাক্য লেখ।
Answer পৃথিবীর গড়তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। পরিবেশের ওপর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব হলো- ১. আবহাওয়ার বিভিন্ন উপাদানের পরিবর্তন ঘটছে। ২. বৃষ্টিপাতের ধরন বদলে যাচ্ছে। ৩. বৈশ্বিক উষ্ণতার কারণে পৃথিবীর জলবায়ুও ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। ৪. বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাচ্ছে।
+ Report
tumi doinik patrikay paড়le prithibir gaড় tapamatra dhire dhire baড়che. prithibir tapamatra avabe beড়ে jaoyake ki bole? paribesher opar ar provabo shomopakeৃ ৪ti bakjlekh.