Question:শীতকালে কাচের ঘরে সূর্য তাপ আটকে রেখে শাক সবজি উৎপাদন করা যায়। এরূপ ঘরকে কী বলে? এই ঘরের ন্যায় কাজ করে এমন বিষয় সম্পর্কে ৪টি বাক্যে লেখ।
Answer শীতকালে কাচের ঘরে সূর্যের তাপ আটকে রেখে শাকসবজি উৎপাদন করা যায় এরূপ ঘরকে গ্রিন হাউজ বলে। গ্রিন হাউজের ন্যায় পৃথিবীর বায়ুমন্ডল কাজ করে। এ সম্পর্কে ৪টি বাক্য নিম্নরূপ: ১. বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রিন হাউজের কাচের দেয়ালের মতো কাজ করে। ২. দিনের বেলায় সূর্যের আলো বায়ুমণ্ডলের ভেতর দিয়ে ভূপৃষ্ঠে এসে পড়ে এবং ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়। ৩. কিছু তাপ বায়ুমণ্ডলের গ্যাসগুলোর কারণে আটকা পড়ে। ৪. ফলে রাতের বেলায় পৃথিবী উষ্ণ থাকে, আর তাপ ধরে রাখার এই ঘটনাকে গ্রিন হাউজ বলে।
+ Report
shitkale kacher ghre shoূrojtap atke rekhe shak shobogi utpadon kara jayo. arup ghroke ki bole? ai ghrer nnay kajo kare amon bishy shomoparoke ৪ti bakje lekh.