Question:তুমি কলকারখানায় অনেক জীবাশ্ম জ্বালানি পোড়াতে দেখ এরূপ ৩টি জীবাশ্ম জ্বালানির নাম লেখ। এই জ্বালানি পোড়ানোর ফলে কোন গ্যাস নির্গতহয়? এই গ্যাস পৃথিবীতে কী সৃষ্টি করছে?
Answer কলকারখানায় পোড়ানো হয় এমন তিনটি জীবাশ্ম জ্বালানি হলো: ১. কয়লা, ২.তেল ও ৩.প্রাকৃতিক গ্যাস। এই জ্বালানিপোড়ানোর ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। কার্বন ডাইঅক্সাইড গ্যাস পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি করে বৈশ্বিক উষ্ণায়ন সৃষ্টি করছে।
+ Report
tumi kalkarokhanay onek jibashomo jalani poড়ate dekh arup ৩ti jibashomo jalanir namo lekh. ai jalani poড়anor phole kon ggoasho nirogthoyo? ai ggoasho prithibite ki shishti karoche?