Question:মানুষ কেন কৃষিকাজে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করছে? 

Answer অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্যের যে অতিরিক্ত চাহিদা দেখা দেয়, তা পূরণের জন্য অধিক ফসল উৎপাদন আবশ্যক। এই অধিক ফসল উৎপাদনের উদ্দেশ্যে কৃষক জমিতে রাসায়নিক সার ব্যবহার করে থাকে। অন্যদিকে কীটপতঙ্গ অনেক সময় ফসলের ক্ষতিসাধন করে বলে ফসলের ফলন কমে যায়। এই কীটপতঙ্গ দমনের জন্য কৃষক জমিতে কীটনাশক ব্যবহার করে ফসলের ক্ষতির হাত থেকে রক্ষা করে। সুতরাং কীটনাশক ব্যবহার করছে। 

+ Report
Total Preview: 1766
manush ken krishikaje rashayonik shar o kitnashok babohar karoche?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd