Question:পৃথিবীর বায়ুমন্ডল কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেড়ে যাওয়ায় কারন গলোর পাঁচটি বাক্য লেখ ।
Answer পৃথিবীর বায়ুমন্ডল কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেড়ে যাওয়ার কারনগুলো হলো - ১. প্রাকৃতিক জ্বালানি, যেমন - কাঠ,পাতা, জৈব পদার্থ ইত্যাদি পদার্থ পোড়ানো । ২. জীবাশ্ন জালানি, যেমন - কয়লা, তেল, গ্রাস ইত্যাদি ব্যাবহার । ৩. যানবাহন ও কলকারখানার কালো ধোয়ার মাধ্যমে বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড নিঃসৃত হয় । ৪. এছাড়াও বেশি বেশি গাছপালা কাটা বা বন উজাড় করার ফলে বাতাসের কার্বন ডাইঅক্সাইড গ্রহীতার পরিমান কমে যাচ্ছে ।
+ Report
prithibir bayoুmondol karobon daiokoxaiড ggoasho beড়ে jaoyay karon galor paঁchti bakjlekh .