Question:শীত প্রধান দেশে কী উদ্দেশ্যে গ্রিনহাউস বানানো হয় ? বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেড়ে যাওয়ার তিনটি কারন লেখ । 

Answer শীত প্রধান দেশে তীব্র শীতেঁর কারনে গাছপালা বেচে থাকতে পারেনা । সেখানে সুর্যর তাপ ধরে রাখার জন্য কাঁচের বা প্লাস্টিকের ঘর বানিয়ে সবুজ সাকসবজি চাষ করার উদ্দেশ্যে গ্রিন হাউস বানানো হয় । বায়ুমন্ডল কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার তিনটি কারন হলো - ১. পৃথিবীর বিভিন্ন স্থানে কলকারখানা ও যানবাহনে কয়লা পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস পোড়ানো হচ্ছে , ফলে বায়ুমন্ডলের কার্বন ডাইঅক্সাইডের পরিমান বৃদ্ধি পাচ্ছে । ২. বন উজাড় করে ফেলার কারনে গাছপালার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডের শোষন কমে যাচ্ছে ফলে এর পরিমান বেড়ে যাচ্ছে । ৩. জনসংখ্যা বৃদ্ধির ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমান বৃদ্ধি পাচ্ছে । 

+ Report
Total Preview: 473
shit prodhan deshe ki udodeshoje grinhausho banano hoy ? bayoুmondole karobon daiokoxaiড ggoasho beড়ে jaoyar tinti karon lekh .
Copyright © 2024. Powered by Intellect Software Ltd