Question:মানুষের কর্মকান্ড কীভাবে বৈশ্বিক উঞ্চায়ন বৃদ্ধি করছে তা ৫টি বাক্য লেখ । 

Answer মানুষের যে সকল কর্মকান্ড বৈস্থিক উঞ্চায়ন বৃদ্ধি করে তা হলো - ১. মানুষ বিদ্যুৎ উপাদানসহ যানবাহন ও কলকারখানা প্রভৃতিতে জীবাশ্ন জ্বালানি ব্যাবহার করার ফলে বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় । ২. বনভুমি ধংসের ফলে গাছপালার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডের শোষন হার কমছে । ৩. ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমান বৃদ্ধি পাচ্ছে । ৪. এতে বাতাসে ডাই অক্সাইড বেশি পরিমান তাপ ধরে রাখছে । ফলে দিন দিন পৃথিবীর তাপমাত্রা বেড়ে বৈশ্বিক উঞ্চায়ন ঘটেছে । 

+ Report
Total Preview: 602
manusher karomokando kivabe boishobik unchoayon briddhi karoche ta ৫ti bakjlekh .
Copyright © 2025. Powered by Intellect Software Ltd