Question:প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যার পাঁচটি প্রভার লেখ । 

Answer প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যার পাঁচটি প্রভাব হলো - ১. বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাদ্য ও বাসস্থান তৈরীর ফলে প্রাকৃতিক সম্পদ যেমন - মাটি পানি গাছপালা ও প্রানীর উপর ক্ষতিকর প্রভাব পড়ে । ২. বাড়তি জনসংখ্যার অধিক মাত্রায় খাদ্যশস্য ও ফসল ফলানোর জন্য একই জমি একাধিকবার চাষ করা । ফলে জমির উর্বরতা নষ্ট হয় । ৩. অধিক জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যাবহার করা হয় । ফলে মাটি ও পানি দূষিত হচ্ছে ।৪. স্টিমার ও অন্যান্য জলযান থেকে নির্গত বর্জ্য ও মানুষের মলমুত্র পানিতে মিশে পানি দূষিত হয় । ৫. অধিক জনসংখ্যার কর্মস্থানের জন্য তৈরী কলকারখানা থেকে নির্গত নানা রকম ক্ষতিকর গ্যাস বায়ুতে মিশে বায়ু দূষিত করে । 

+ Report
Total Preview: 2740
prakritik shomopader upar jonshongkhar paঁchti provar lekh .
Copyright © 2024. Powered by Intellect Software Ltd