Question:তানিয়াদের বাড়ির পাশের বনগুলো উজাড় হয়ে গেছে । এখন সেখানে খোলা মাঠ । মানুষ কেন এই বন উজাড় করছে ? পরিবেশরে উপর তিনটি প্রভাব লেখ । 

Answer মানুষ বাড়তি শষ্য উৎপাদন, এবং পশু পালনের জন্য বন উজাড় করছে । বাড়ঘর রাস্তাঘাট এবং কলকারখানা তৈরীর জন্য ও এ জমি ব্যাবহার করছে । বনভূমি ধংসের ফলে পরিবেশের উপর তিনটি প্রভাব দেওয়া হলো - ১. বনভূমি ধংসের ফলে বাস্তু সংস্থানের পরিবর্তন হয় । ২. জীবের আবাস্থল ধংস হয় । ৩. বনভুমি ধংসের ফলে ভূমিক্ষয় ও ভূমিধংস হয় । 

+ Report
Total Preview: 706
taniyader baড়িr pasher bongulo ujaড় hoye geche . akhn shekhane khola math . manush ken ai bon ujaড় karoche ? paribeshore upar tinti provabo lekh .
Copyright © 2024. Powered by Intellect Software Ltd