Question:জনসংখ্যা সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তি কৃষিতে উন্নয়ন ঘটিয়েছে । এছাড়াও এটি নবায়নযোগ্য শক্তির ব্যাবহার ও উন্নতি ঘটিয়েছে । এই কৃষি উন্নয়ন একটি বাক্য ও নবায়নযোগ্য শক্তি সম্পর্কে লেখ । 

Answer বর্তমানে জৈবপ্রযু্ক্তি ব্যাবহার করে অধিক পুষ্টিসম্পন্ন রোগ প্রতিরোধ এবং অধিক উৎপাদনশীল ফসল উদ্ভাবন করা হচ্ছে । বিজ্ঞান ও প্রযুক্তি অনবায়নযোগ্য শক্তির ব্যাবহার কমিয়ে শক্তি সংরক্ষণে ও দূষণ কমাতে সহায়তা করে । মানূষ সৌর প্যানেলের মত প্রযুক্তির উদ্ভাবন করেছে যা নবায়নযোগ্য সম্পদ ব্যাবহার করে বিদ্যুৎ উৎপাদন করে । এই প্রযু্ক্তি অনবায়নযোগ্য শক্তির বিকল্প হিসেবে কাজ করে । 

+ Report
Total Preview: 1196
jonshongkha shomoshojoa shomadhane biggan o projukti krishite unnoyon ghtiyeche . achaড়ao ati nbayonjoggo shaktir baabohar o unnoti ghtiyeche . ai krishi unnoyon akti bakjo nbayonjoggo shakti shomoparoke lekh .
Copyright © 2024. Powered by Intellect Software Ltd