Question:প্রশ্ন:২. ক. সপৃষ্পক উদ্ভিদ কাকে বলে ? খ. ’ক’ চিত্রের বৈশিষ্টগুলো উল্লেখ কর । গ. ‘ক’ ও ‘খ’ এর পার্থক্য লিখ। ঘ. আমাদের জীবনে ‘ক’ উদ্ভিদের গুরুত্ব আলোচনা কর। 

Answer ক. যেসব উদ্ভিদ ফুল থেকে হয় তাদেরকে সপৃষ্পক উদ্ভিদ বলে। খ. ‘ক’ চিত্রের উদ্ভিদটি হলো নারকেল গাছ। নিচে এর বৈশিষ্টগুলো দেওয়া হলো- i. কান্ড শাখা-প্রশাখাবিহীন। ii. পাতার শিরাবিন্যাস সমান্তরাল। iii. গুচ্ছমূল উপস্থিত। iv. নিষেকের পর ডিম্বক বীজে ও ডিম্বাশয় ফলে পরিণত হয়। v. এটি একটি একবীজপত্রী উদ্ভিদ। গ. ’ক’ চিত্রটি নারকেল গাছের এবং ‘খ’ চিত্রটি ব্ট গাছের। নিচে এদের মধ্যে পার্থক্য উল্লেখ করা হলো- ১. এটি একবীজপত্রী উদ্ভিদ। ১. এটি দ্বিবীজপত্রী উদ্ভিদ। ২. কান্ড শাখা-প্রশাখাবিহীন। ২. কান্ড শাখা প্রশাখাযুক্ত। ৩. এতে গুচ্ছমূল রয়েছে। ৩. এতে গূচ্ছমূল অনুপস্থিত। ৪. এতে স্তম্ভমূল অনুপস্থিত। ৪. এতে স্তম্ভমূল রয়েছে। ৫. পাতার শিরাবিন্যাস ৫. পাতার শিরাবিন্যাস জালিকাকার। সমান্তরাল। ৬. পাতা যেীগিক প্রকুতির। ৬. পাতা সরল প্রকৃতির। 

+ ExplanationNot Moderated
+ Report
Total Preview: 2385
proshon:২. ka. shoprishpak udovedkake bole ? kh. ’k’ chitrer boishishtgulo ullakh kar . ga. ‘k’ o ‘kh’ ar parothokjlikh. gh. amader jibone ‘k’ udoveder gurutto alochna karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd