Answer ক. রাইবোজোম মনেরা রাজ্যের জীব।
খ. C চিত্রের প্রাণীটি মৎস শ্রেণীভুক্ত। এই শ্রেণীর ৪টি বৈশিষ্ট হলো-
i. এ শ্রেণীভুক্ত প্রাণীরা পানিতে বাস করে।
ii. এদের অধিকাংশ প্রাণীর দেহ আঁইশ দ্বারা আবৃত থাকে।
iii. এরা ফলকার সাহায্যে শ্বাসকার্য চালায়।
iv. এদের পাখনা আছে, পাখনার সাহায্যে এরা সাঁতার কাটে।
গ. চিত্র হলো মানুষ এবং হলো কেচো। নিচে প্রাণী দুটির প্রধান ৩টি পার্থক্য উল্লেখ করা হলো-
i. এটি মেরুদন্ডী প্রাণী। i. এটি অমেরুদন্ডী প্রাণী।
ii. দেহের ভিতর কঙ্কাল আছে। ii. দেহের ভেতর কঙ্কাল নেই।
ঘ. প্রাণী জগতে প্রাণীটির অর্থাৎ মানষের শ্রেষ্টত্ব নিচে বিশ্লেষণ করা হলো-র্
পৃথিবীতে মানষের চেয়ে অনেক বড় বড় প্রাণী রয়েছে। যেমন-হাতি ঘোড়া, গরু ইত্যাদি।
বুদ্ধি বলে মানুষ এসব প্রাণীদেরকে নিজের কল্যাণে ব্যবহার করছে। প্রাণী জগতে মানুষের
শ্রেষ্টত্বের মূলে আরো যেসব কারণ রয়েছে সেগুলো হলো-
i. মানুষ তার পূর্ব অভিজ্ঞতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারে।
ii. শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে।
iii. সর্বোপরি মেরুদন্ড থাকার কারণে শ্রেষ্ট প্রাণী হিসেবে নিজেদেরকে মাথা উচু করে
দাড় করাতে হবে।