Question:১০. বিজ্ঞানের ক্লাসে স্যার সুমনকে বলল পৃথিবীতে অনেক জীব আছে। যাদের সাধারণ
কিছু বৈশিষ্ট মিল রয়েছে। পাখি, মানুষ, গাছ, ফড়িং, ব্যাকটেরিয়া প্রভৃতি জীব।
এদের মধ্যে কেউ স্বভোজী, কেউ পরভোজী কেউ চলতে পারে কেউ চলতে পারে না।
ক. জীব কাকে বলে ?
খ. জীবের একটি অন্যতম বৈশিষ্ট ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের চলনজীব ও স্থিরজীবের পার্থক্য লেখ।
ঘ. বিজ্ঞানের স্যার যেসব পরভোজী জীবের কথা বলেছেন তাদের পরভোজীর কারণ
ব্যাখ্যা কর।
Answer ক. যাদের জীবন আছে তাদেরকে জীব বলে।
খ. জীবের জীবন আছে। জীবন থাকার জন্যই জীব বংশ বৃদ্ধি করতে পারে।
জীবন না জীবের দেহে শ্বসন, প্রজনন, রেচন, বৃদ্ধি প্রভৃতি ঘটত না। তাই বলা
যায়, জীবন জীবের একটি অন্যতম বৈশিষ্ট