Question:১১. আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে জীবজগতকে মোট কয়টি রাজ্যে ভাগ করা হয়েছে। শ্রেণীগুলো দেখাও- ক. জীবের শ্রেণীকরণ কাকে বলে? খ. জীব খাদ্য গ্রহন করে কেন-ব্যাখ্যা কর। গ. উদ্দীপকের ৪র্থ ও ৫ম মধ্যে ৩টি পার্থক্য উল্লেখ কর। ঘ. শ্রেণীকরণের ৫ম রাজ্যের উপর নির্ভরশীল-বিশ্লেষণ কর। 

Answer আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে জীবজগতকে মোট ৫টি রাজ্যে ভাগ করা হয়েছে। শ্রেণীগুলো নিচে দেওয়া হলো- ১. মনেরা ২. প্রোটিস্টা ৩. ফানজাই ৪. প্লান্টি ৫. এ্যানিমেলিয়া ক. কম সময়ে সহজে জীবজগত সম্পর্কে ধারণা পাওয়ার জন্য বর্তমানে ও অতীত সব জীবকে যে পদ্ধতিতে সাজানো হয় তাকে জীবের শ্রেণীকরণ বলা হয়। খ. খাদ্য গ্রহণ জীবের এক অন্যন্য বৈশিষ্ট্য। বেচে থাকার জীবকে অবশ্যই খাদ্য গ্রহণ করতে হবে। খাদ্য ছাড়া কোনো জীবই বাচাতে পারে না। শুধু তাই নয়-খাদ্য গ্রহণের পর তা হজম হয়ে জীবদেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণের সাহায্য করে এবং জীবদেহে শক্তি তৈরি হয়। এ শক্তি জীবের বিভিন্ন জৈবিক কাজ সম্পাদনে বিশেষ ভূমিকা রাখে। যা জীবকে সুস্থভাবে বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে। 

+ Report
Total Preview: 3203
১১. adhunik sranikron padhtite jibojogtke mot kayoti rajoje vag kara hoyeche. sranigulo dekhao- ka. jiber sranikron kake bole? kh. jibo khadojgrhon kare ken-baakha karo. ga. udodipaker ৪rotho o ৫mo modhe ৩ti parothokjullakh karo. gh. sranikroner ৫mo rajojer upar nirvroshil-bisholeshn karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd