Answer ক. উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরের থাকে তাদের একত্রে বিটপ বলা হয়।
খ. A হলো পাতা B হলো কান্ড।
পাতার কাজ:
i. খাদ্য তৈরি করা।
ii. গ্যাসের আদান প্রদান করা।
কান্ডের কাজ:
i. কান্ড পাতা ও শাখা-প্রশাখার ভার বহন করে।
ii. পাতায় প্রস্তুতকৃত খাদ্যে কান্ডের মাধ্যমে দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে।
ঘ. উদ্ভিদের জন্য A ও B অংশের অর্থাৎ পাতা ও কান্ডের গুরুত্ব অপরিসীম। পাতা হলো
সালোকসংশ্লেষণ সংগঠনের স্থান। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি করা হয়
তার ওপর সমস্ত উদ্ভিদ ও প্রাণীকূল নির্ভরশীল। এছাড়া পাতার মাধ্যমে বায়ুমন্ডল ও
উদ্ভিদে CO2 ও O2 এর আদান প্রদান ঘটে। ফলে বায়ুতে এগুলোর ভারসাম্য বজায়
থাকে। এ ছাড়া পাতার মাধ্যমে গাছ প্রস্বেদন প্রক্রিয়ায় জলীয় বাস্প বের করে দেয়
ফলে বায়ুমন্ডলের আর্দ্রতা বজায় থাকে। কান্ড বিভিন্ন রকমের হয়। তবে মানব জীবনের
জন্য বিশেষ গুরুত্বপৃর্ন হলো বীরুৎ জাতীয় উদ্ভিদের নরম কান্ড। যেমন আলু,
আদা, প্রভৃতি আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। খেজুর ও আখের কান্ড হতে পাওয়া রস
উপাদেয় পানীয়। বড় বড় কান্ড থেকে আমরা ঘরবাড়ি, আসবাবপত্র তৈরির কাঠ পেয়ে থাকি।
পাট বা শনের কান্ড থেকে প্রাপ্ত অাশ দিয়ে দড়ি, ছালা কাপড় ইত্যাদি তৈরি হয়।
উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায় যে, মানব জীবনে উদ্ভিদের A অংশটি অর্থাৎ পাতা
এবং B অংশটি অর্থাৎ কান্ড গুরুত্বপৃর্ণ ভৃমিকা পালন করে।