Answer ক. যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সর্যের আলো ও ক্লোরোফিলের
উপস্থিতিতে পানি ও কার্বন ড্রাই-অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে
শর্করা জাতীয় খাদ্য তৈরি করে তাকে সালোকসংশ্লেষণ বলে।
খ. সালোকসংশ্লেষণ উদ্ভিদের পাতায় সংঘটিত হওয়ার কারণ-
i. পাতা চ্যাপ্টা প্রসারিত হওয়ায় অধিক সৃর্যালোক পায়।
ii. পাতা চ্যাপ্টা ও প্রসারিত হওয়ায় অল্প সময়ে অধিক পরিমানে
কার্বন ড্রাই-অক্সাইড গ্যাস শোষিত হয়।
iii. পাতার কোষগুলোতে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি।
iv. পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকায় সালোকসংশ্লেষণের সময় গ্যাসীয়
আদান প্রদান সহজে ঘটে।
এভাবে পাতায় র্সযালোক কার্বন ড্রাই-অক্সাইড ক্লোরোপ্লাস্ট এবং গ্যাসীয় আদান
প্রদানের ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে থাকায় সালোসংশ্লেষণ মূল উদ্ভিদের পাতায় সংঘটিত
হয়।
গ. p বেলজারটি স্বচ্ছ কাচের হওয়ায় সহজেই এর ভেতর আলো প্রবেশ করতে পারে। টবের
মাটিতে রয়েছে পানি এবং বেলজারের ভেতরে রয়েছে কার্বন ড্রাই-অক্সাইড। সুতরাং
সবুজ উদ্ভিদটি বেলজারের ভেতর আলো ক্লোরোফিলের উপস্থিতিতে পানি ও কার্বন
ড্রাই-অক্সাইড রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরির পাশাপাশি
অক্সিজেন নির্গত করতে পারে। এই অক্সিজেন নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে
সাহা্য্য হরে। তাই বলা হয় যে, সালোকসংশ্লেষণ মাধ্যমে তৈরি অক্সিজেনের কারণেই
ঘ. চিত্রে প্রদর্শিত অবস্থায় Q বেলজারের গাছটি বেচে থাকবে না। যুক্তি আমরা জানি,
সালোকসংশ্লেষণ একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। সালোকসংশ্লেষণের সময় বায়ুমন্ডলের
কার্বন ড্রাই-অক্সাইড প্রত্ররন্ধের ভেতর দিয়ে পাতায় প্রবেশ করার পর সৃর্যালোকের
উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় পানি ও কার্বন ডাই-অক্সাইডের বিক্রিয়া ঘটে ও
শর্করা উৎপন্ন করে এবং উপজাত হিসেবে অক্সিজেন নির্গত করে। Q চিহিৃত চিত্রে
বেলজারের ভেতরে উদ্ভিদটি আটকে থাকায় পরিবেশের সাথে খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয়
উপাদান কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করতে পারবে না। কিন্তু উদ্ভিদে তৈরির জন্য কার্বন
ডাই-অক্সাইড অপরিহার্য । তাই কার্বন ডাই-অক্সাইডের অভাবে খাদ্য তৈর প্রক্রিয়া ব্যাহত হবে।
এভাবে খাদ্যের অভাবে উদ্ভিদের শক্তি উৎপন্ন না হলে কিছুদিনেই Q
চিহিৃত বেলজারের উদ্ভিদটি নেতিয়ে পড়বে এবং এক সময় মারা যাবে।