ক. সংবেদি অঙ্গ কাকে বলে? খ. A চিহ্নিত অংশ না থাকলে কী ঘটবে ব্যাখ্যা কর। গ. E চিহ্নিত অংশের কাজ উল্লেখ কর। ঘ. C ও F চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা আলোচনা কর।"> ক. সংবেদি অঙ্গ কাকে বলে? খ. A চিহ্নিত অংশ না থাকলে কী ঘটবে ব্যাখ্যা কর। গ. E চিহ্নিত অংশের কাজ উল্লেখ কর। ঘ. C ও F চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা আলোচনা কর।" /> ক. সংবেদি অঙ্গ কাকে বলে? খ. A চিহ্নিত অংশ না থাকলে কী ঘটবে ব্যাখ্যা কর। গ. E চিহ্নিত অংশের কাজ উল্লেখ কর। ঘ. C ও F চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা আলোচনা কর।" />

Question:২. সংবেদি অঙ্গ ক. সংবেদি অঙ্গ কাকে বলে? খ. A চিহ্নিত অংশ না থাকলে কী ঘটবে ব্যাখ্যা কর। গ. E চিহ্নিত অংশের কাজ উল্লেখ কর। ঘ. C ও F চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা আলোচনা কর। 

Answer ক. যেসব অঙ্গের মাধ্যমে বাইরের সকল খবরা-খবর মস্তিষ্ক জানতে পারে তাদের বলা হয় সংবেদি অঙ্গ। খ. চিত্রের A চিহ্নিত অংশটি হলো বহি:কর্ণের পিনা। এ অংশ না থাকলে বাইরের শব্দ কর্ণকুহরে প্রবেশ করবে না। ফলে শব্দ মধ্যকর্ণ ও অন্ত:কর্ণের মধ্যদিয়ে শেষ পর্যন্ত মস্তিষ্কে কোনো অনুভূতিও সৃষ্টি করবে না। এর ফলে আমরা কিছুই শুনতে পারব না। গ. চিত্রের E চিহ্নিত অংশটি হলো অন্ত:কর্ণ। অন্ত:কর্ণ ইউট্রিকুলাস এবং স্যাকুলাস নামক দুটি প্রকোষ্ঠ বিভক্ত। নিচে এ দুটি প্রকোষ্ঠের কাজ উল্লেখ করা হলো- ইউট্রিকুলাস প্রকোষ্ঠের ভেতর সৃষ্টি উদ্দীপনা মস্তিষ্কে পৌছানো। এছাড়া এটি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে মস্তিষ্ককে সাহায্য করে। আবার স্যাকুলাস হলো শামুকের মতো প্যাঁচানো একটি নালিকা বিশেষ। এখানে শ্রবণ সংবেদি কোষ থাকে। শব্দ তরঙ্গ অন্ত:কর্ণে পোঁছালে ককলিয়ায় অবস্থিত শ্রবন সংবেদি কোষগুলো উত্তেজিত হয়। এই উত্তেজনা স্নায়ুকোষগুলোর মাধ্যমে মস্তিষ্কে পৌছে যায়। ফলে আমরা শুনতে পাই। ঘ. C চিহ্নিত অংশের নাম কর্ণপটহ। কর্ণকুহর শেষ হয়েছে একটা পর্দায়, এই পর্দাটির নাম কর্ণপটহ। কর্ণপটহ বহি:কর্ণের শেষ অংশ। F চিহ্নিত অংশের নাম মধ্যকর্ণ। বহি:কর্ণ ও অন্ত:কর্ণের মাঝখানে এর অবস্থান। এটা একটা বায়ুথলি যার মধ্যে ম্যালিয়াস, ইনকাস ও স্টেপিস নামে তিনটা ক্ষুদ্র, ক্ষুদ্র হাড় বা অস্থি রয়েছে। অস্থিসমূহের মাধ্যমে শব্দ তরঙ্গ অন্ত:কর্ণে পৌঁছায়। কানের সাথে গলার সংযোগের জন্য একটি নল আছে। এ নলটির কাজ হলো কর্ণপটহের বাইরের ও ভেতরের বায়ুচাপ সমান রাখা। 

+ Report
Total Preview: 3611
২. shongbedi ongo ka. shongbedi ongo kake bole? kh. A chihonit ongsho na thakle ki ghtbe baakha karo. ga. E chihonit ongsher kajo ullakh karo. gh. C o F chihonit ongsher proyojoneyota alochna karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd