Question:১. ক. স্ক্লেরা কী? খ. চোখের G অংশ ক্ষতিগ্রস্ত হলে কী ঘটবে? গ. B অংশের কাজ ব্যাখ্যা কর। ঘ. J অংশ কীভাবে আমাদের দেখতে সাহায্য করে আলোচনা কর।
Answer
ক. অক্ষি গোলকের বাইরের সাদা, শক্ত ও পাতলা স্তরটি হলো স্ক্লেরা। খ. চোখের G চিহ্নিত অংশটি হলো কর্নিয়া। এ অংশটির ভেতর দিয়েই আলো চোখের ভেতর প্রবেশ করে এবং কোনো বস্তুকে দেখতে সাহায্য করে। সুতরাং চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হলে চোখে আলো প্রবেশ বাধাগ্রস্থ হবে এবং মানুষ কোনো বস্তুকে ঠিকভাবে দেখতে পারে না। গ. চিত্রে চোখের B চিহ্নিত অংশটি আইরিশ, যার অবস্থান কর্নিয়ার পেছনে। এটি ঘন কালো গোলাকার একটি অস্বচ্ছ পর্দা। এর কেন্দ্রস্থলে একটি ছিদ্র থাকে যাকে পিউপিল বলে। আইরিশের পেশিসমূহের সংকোচন প্রসারণে পিউলিপ ছোট বড় হতে পারে। এর ফলে আলোকরশ্মি রেটিনায় প্রবেশ করে। অর্থাৎ আইরিশ চক্ষু লেন্সের উপর আপতিত আলোর পরিমাণ নিয়ন্ত্রন করে। এটি আইরিশের প্রধান কাজ। ঘ. চিত্রের J চিহ্নিত অংশটি হলো পিউলিপ। এটি আইরিশের মধ্যখানে অবস্থিত একটি ছোট ছিদ্র। কোনো বস্তুকে দেখতে চোখের এ অংশটি বিশেষভাবে সাহায্য করে। নিচে এ বিষয়টি আলোচনা করা হল- আলোক রশ্মির তীব্রতা অনুযায়ী অরীয় ও বৃত্তাকার পেশির সংকোচন ও প্রসারণের ফলে পিউলিপ প্রয়োজনমতো বড় ও ছোট হয়। ফলে কোনো দর্শনীয় বস্তু থেকে অাগত আলোক রশ্মি J চিহ্নিত অংশ অর্থাৎ পিউলিপের ভেতর দিয়ে রেটিনায় পোঁছায়। রেটিনার উপর বস্তুটির একটি উল্টা প্রতিবিম্ব তৈরি হয়। পরবর্তীতে মস্তিষ্ক এ উল্টা প্রতিবিম্বটিকে সোজা করে দেয়। ফলে মানুষ বস্তুটিকে সোজা দেখতে পায়। এভাবে পিউপিল আমাদের দেখতে সাহায্য করে।