Question:৩. জনাব আজাদ স্যার শিক্ষার্থীদের নমুনা ‘ক’-এর কিছু পদার্থ দেখিয়ে
বললেন এদের নির্দিষ্ট আকার ও আয়তন আছে। অত:পর তিনি নমুনা ‘খ’-এর
এমন একটি পদার্থের কথা বললেন যার নির্দিষ্ট আকার বা আয়তন কিছুই নেই,
যা জীবের শ্বসনের জন্য অত্যন্ত জরুরি।
ক. হাইড্রোজেন কোন ধরনের পদার্থ?
খ. পানির তিনটি অবস্থা ব্যাখ্যা কর।
গ. স্যারের দেখানো নমুনা ‘ক’ জাতীয় পদার্থের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
ঘ. অবস্থাভেদে নমুনা ‘খ’-পদার্থটির সাথে পানির বৈসাদৃশ্য আলোচনা কর।
Answer ক. হাইড্রোজেন গ্যাসীয় পদার্থ।
খ. পানির তিনটি অবস্থা হলো বরফ, পানি আর বাষ্প। পানি যখন বরফ আকারে
থাকে তখন এটিকে পানির কঠিন অবস্থা বলা হয়। পানি আকারে থাকলে তখন
এটিকে বলা হয় তরল অবস্থা আর বাষ্প আকারে থাকলে তখন এটিকে গ্যাসীয়
অবস্থা বলে।
গ. কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন আছে। সুতরাং, জনাব আজাদ
স্যার নমুনা ‘ক’-তে শিক্ষকের কঠিন পদার্থ দেখিয়েছিলেন। কঠিন পদার্থের বৈশিষ্ট্য:
i. কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে।
ii. কঠিন পদার্থের আকার ও অায়তন সহজে পরিবর্তন করা যায় না।
iii. এরা যথেষ্ট দৃঢ় অর্থাৎ এদের দৃঢ়তা অাছে।
ঘ. নমুনা- ‘খ’ এর পদার্থটির নির্দিষ্ট আকার ও আয়তন নেই, অর্থাৎ পদার্থটি গ্যাসীয়।
আবার পদার্থটি জীবের শ্বসনের জন্য অত্যন্ত জরুরি। সুতরাং পদার্থটি অক্সিজেন।
নিচে অক্সিজেন ও পানির মধ্যে বৈসাদৃশ্য আলোচনা করা হলো:
অক্সিজেন গ্যাসীয় পদার্থ যার নির্দিষ্ট আকার ও আয়তন নেই। একে যে পাত্রে রাখা
যাবে ঐ পাত্রের আয়তনই হবে অক্সিজেনের অায়তন।
অন্যদিকে পানি হলো তরল পদার্থ যার নির্দিষ্ট আকার নেই কিন্তু নির্দিষ্ট আয়তন অাছে।
পাত্রভেদে আকার পরিবর্তন হলেও আয়তন একই থাকে।