Question:মেরুদন্ডী ও অমেরুদন্ডী প্রাণীদের মধ্যে দুটি পার্থক্য লেখ। 

Answer মেরুদন্ডী ও অমেরুদন্ডী প্রাণীদের মধ্যে কতকগুলো পার্থক্য বিদ্যমান। তন্মধ্যে দুটি পার্থক্য নিচে দেওয়া হলো: (১)মেরুদন্ডী প্রাণীদের দেহ সাধারণত দ্বিপাশ্র্বীয় প্রতিসম। অপরদিকে, অমেরুদন্ডী প্রাণীদের দেহ অপ্রতিসম, অরীয় প্রতিসম বা দ্বিপাশ্র্বীয় প্রতিসম। (২)মেরুদন্ডী প্রাণীদের দেহে অন্ত:কংকাল বিদ্যমান থাকে। পক্ষান্তরে, অমেরুদন্ডী প্রাণীদের দেহে কোনো অন্ত:কংকাল থাকে না। 

+ Report
Total Preview: 13801
merudondoী o omerudondoী pranider modhe duti parothokjlekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd