Home  • Online Tips • Mobile

মোবাইল ফোনের কিছু প্রয়োজনীয় কোডঃ

*#7370# = আপনার মোবাইল সেটটি যদি নকিয়া N-series হয়ে থাকে তাহলে এই কোডটি টাইপ করে খুব সহজেই মোবাইল ফ্ল্যাস করা যায় । *#92702689# = নকিয়া মোবাইল টি কবে , কখন , কতক্ষন ব্যবহার করা হয়েছে তা এই কোডটির মাধ্যমে জানতে পারবেন । এছাড়াও আপনার মোবাইল ফোনের সিরিয়াল নম্বর ও জানতে পারবেন । মোবাইলফোনে মোট কত মিনিট কথা বলা হয়েছে তাও এই কোডটির মাধ্যমে জানতে পারবেন । তবে কোডটি টাইপ করলে এই সব দেখার পর সেটটি Restart দিতে হয় । *111*7*2# = আমরা অনেকেই আমাদের সিম নম্বর জানতে পারি না তাই কার্ড রিচার্জ করে জানতে হয় । এই কোডটি চেপে দেখুন আপনার গ্রামীনফোনের সিম নম্বরটি বের হয়ে যাবে । এটা শুধু গ্রামীন ফোনের জন্যই । কোন টাকা কাটবে না । 1200 = এই টা Aktel সিমের ফোন নম্বর বের করার জন্য ১২০০ ডায়াল করুন এবং শুনে ৪ নম্বর চাপ দিন । দেখুন আপনাকে আপনার একটেল সিমের নম্বরটি বলছে । 120 = আমাদের অনেক সময় কাষ্টমার কেয়ারের সাথে অনেক্ষন কথা বলার প্রয়োজন পরে কিন্তু বেশীক্ষন কথা বললে আপনার পকেট ফাকে হয়ে যাবে । তাই এই ১২০ তে বাংলালিংক সিম থেকে একটি মেসেজ পাঠান লিখুনঃ Help অথাবা other দেখবেন বাংলালিংক থেকে কিছুক্ষন পর ওরাই কল করবে আপনাকে । *126*019.......# = আমাদের মোবাইলে অনেক সময় রিচার্জ থাকে না । তাই বলে তার সাথে যোগাযোগ হবে না তা কি হয় । বাংলালিংক সিম থেকে *126*019........# ডায়াল করুন আপনার রিকোয়েস্ট পৌছে যাবে । কিন্তু এর জন্য আপনার ব্যালেন্স থেকে ০.১৫ পয়সা কেটে নিবে। এভাবেও আপনি আপনার বাংলালিংক সিমের নম্বর জানতে পারবেন । *123*017........# = এই কডটি চেপে গ্রামীন ফোন থেকে রিকয়েস্ট কল পাঠিতে পারবেন । যেহেতু এটা ফ্রি তাই একদিনে ৫ বার এর বেশী রিকয়েস্ট কল পাঠাতে পারবেন না । *33*0000# = এই কোডটি আপনার নকিয়া ফোন থেকে সকল প্রকার আউটগোয়িং কল প্রতিরোধ করবে । তবে যদি কেই 0000 এই পাসওয়ার্ডটি বদলে থাকে তাহলে *33*....# এর ফাকা স্থানে ওই পাসওয়ার্ডটি বসবে । 0000 এই পাসওয়ার্ডটি নিকিয়া ফোনসেটে ডিফল্ট হিসেবে দেয়া থাকে । এই কোডটার মানে আউটগোয়িং কল লক করা । এটা গ্রামীন ফোন সিমের জন্য #33*0000# = এটা আপনার লক করা আউটগোয়িং কল আন লক করার জন্য । এটা গ্রামীন ফোন সিমের জন্য *35*0000# = এটা আপনার সকল প্রকার ইনকামিং কল রোধ করার জন্য । এটা গ্রামীন ফোন সিমের জন্য ব্যবহৃত হয় । *41# = এই কোডটা গ্রামীন ফোনের কল ওয়েটিং সার্ভিস চালু করার জন্য । #41# = এটা মীন ফোনের কল ওয়েটিং সার্ভিস বন্ধ করার জন্য । যদি কারও একটা কোডও কাজে লাগে তাহলেই আমার postটি সার্থক হবে । আমার সংগ্রহে যতটুকু ছিল তা আমি দিয়েছি , যদি কারও কাছে এই রকম আরও কোড জানা থাকে তাহলে দিয়ে দিবেন। সকলকে ধন্যবাদ..........

Comments 4


What a information!
Thanx vai onek valo ak ta kaj hoyace.

Share

About Author
Sifuddin  Lokman
Copyright © 2024. Powered by Intellect Software Ltd