Home  • University • Campus

ওয়েব ডেভালপারদের জন্য প্রয়োজনীয় কিছু ওয়েবসাইট

একজন সফল ওয়েব ডেভালপার হতে হলে আপনাকে যেমন অনেক দক্ষ হতে হবে । ঠিক তেমনি অনেক সময় দক্ষতার সাথে সাথে কিছু কৌশলও অবল্বন করতে হয় । বিশেষ করে যখন ক্লায়েন্ট অল্প সময়ে অনেক বেশি কাজ করতে বলে । এর জন্য আপনি কিছু টুলস্ ব্যবহার করতে পারেন যা আপনার কাজকে করবে আরও গতিশীল। http://browsershots.org/ আপনার ওয়েবসাইটি বিভিন্ন ধরনের Browser কিরকম দেখাবে তার screenshots দেখতে পারেন এই ওয়েবসাইটটিতে। ওয়েবসাইটটি 800×600 এবং 1024×768 রেজুলেশনে ৬টি কমন Browser এর screenshots দেখাবে । http://entity-lookup.leftlogic.com/ ওয়েবসাইট তৈরিতে বিভিন্ন রকম এনটিটি ব্যবহার করা হয় । সব এনটিটি সব সব মনে রাখা কঠিন ব্যাপার । তাই প্রয়োজনের সময় দ্রুত এনটিটি ব্যবহার করার জন্য এই ওয়েবসাইটি খুবই উপকারী । ওয়েবসাইটে যান এবং যেটা ব্যবহার করতে চান সেটি টাইপ করুন । যেনন- copy লিখেন ।সাথে সাথে ফলাফল দেখাবে। http://leaverou.github.io/prefixfree/ Cross Browser Support এর জন্য আমরা বিভিন্ন প্রকার CSS properties এ prefix ব্যবহার করে থাকি । এই সমস্যা সমাধানের জন্য একটি দারুন ওয়েবসাইট এটি।এই টুলটি আপনার CSS properties এ যখন যেই Browser এ যে prefix প্রয়োজন সেই prefix যুক্ত করবে। http://tools.dynamicdrive.com/favicon/ ফেবিকন তৈরির সহজ সমাধান হচ্ছে এই সাইটি। http://www.typetester.org/ আপনার ওয়েবসাইটে কোন ফন্টটি ব্যবহার করবেন বুঝতেছেন না । এই সমস্যার সমাধান দেবে এই সাইটটি ।আপনি বিভিন্ন প্রকার ফন্টের মধ্যে তুলনা করতে পারবেন এই সাইটি দিয়ে। ওয়েব ডেভালপমেন্ট জগতে আপনাকে আরও বেশি প্রফেশনাল করে গড়ে তুলতে এই ক্ষুদ্র প্রচেষ্টা । আশা করি সাথে থাকবেন।

Comments 1


Thanks

Share

About Author
Sifuddin  Lokman
Copyright © 2024. Powered by Intellect Software Ltd