আলোচিত ৩টি প্রশ্ন ও তার জবাব
জনৈক নাস্তিক একজন জ্ঞানীকে লক্ষ্য
করে বলল,
আপনি যদি আমার ৩টি প্রশ্নের উত্তর
দিতে পারেন,
তাহলে আমি সাথে সাথে মুসলিম
হয়ে যাব :-
১. সব কাজ যদি আল্লাহর মর্জি-মত হয়,
তাবে পাপ করলে মানুষের
তাতে কি দোষ ?
২. শয়তানকে আগুন
থেকে সৃষ্টি করা হয়েছে,
তাহলে জাহান্নামের আগুন
তাকে কিভাবে স্পর্শ করা হবে ?
৩.আল্লাহকে তো দেখা যায় না....
তাহলে আল্লাহকে মানেন কেন ?
নাস্তিকের প্রশ্ন শেষ হওয়ার
সাথে সাথে জ্ঞানী হাতে একটি মাটির
ঢিল নিয়ে, নাস্তিকের মাথায় মারলেন।
এতে নাস্তিক রাগান্বিত হয়ে জর্জের
কাছে বিচার দিল।
জর্জ জ্ঞানীকে ডাকলেন । বললেন,
একে ঢিল মারলে কেন ?
জ্ঞানী বলল,
১. আমি তো আল্লাহর মর্জিতে ঢিল
মেরেছি, তাতে আমার কি দোষ ?
২. এই লোক তো মাটির সৃষ্টি,
তাহলে মাটির ঢিলে এই লোক কষ্ট
পাবে কেন ?
৩. শরীরের কোন
ব্যাথা তো দৃষ্টিগোচর হয় না,
তাহলে এ লোক অনুভব করল কেন ?<br clear='both'/>
Comments 0