Home  • General Knowledge • History

৫০৭ বছর অর্থাৎ সবচেয়ে বেশিদিন বেঁচে থাকার রেকর্ড

3204 করেছে যে জীব তা হচ্ছে একটি ঝিনুক। এই ঝিনুকটি বিশ্বের সবচেয়ে বেশি বয়সী জীবের তালিকায় চলে এসেছে। বিজ্ঞানীরা ইতিপূর্বে মিং নামের এই ঝিনুকের বয়স ধরেছিলেন ৪০৫ বছর। প্রথমে এমনটি মনে করা হলেও বিজ্ঞানীরা বলছেন, আসলে ধারণার চেয়েও ১০২ বছর বেশি বয়স্ক ছিল এ ঝিনুকটি। সেই হিসাবে ১৪৯৯ সালে ঝিনুকটির জন্ম হয়! বিজ্ঞানীরা জানিয়েছেন, দুর্ঘটনাবশত: বয়স নির্ণয়ের সময় ঝিনুকটির দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটে। গবেষণার জন্য তারা ঝিনুকটির খোলস খোলার পর পরই সেটি মারা যায়। নর্থ ওয়েলসের ব্যাঙ্গর ইউনিভার্সিটির জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষজ্ঞরা ২০০৬ সালে আইসল্যান্ড থেকে ঝিনুকটিকে জীবন্ত অবস্থায় খুঁজে পেয়েছিলেন। এরপর থেকে বিজ্ঞানীরা তার বয়স নির্ণয় কাজে হাত দেন। দীর্ঘদিন গবেষণা শেষে তারা জানান, এটির প্রকৃত বয়স হচ্ছে ৫০৭ বছর এবং এটিই বিশ্বের সবচেয়ে বয়ষ্ক জীব ছিল।

Comments 1


amazing fact!

Share

About Author
Rasel Hassan
Copyright © 2024. Powered by Intellect Software Ltd