গান শোনা, ছবি দেখা ও বিভিন্ন ফরম্যাটের ডকুমেন্ট ওপেন করার জন্য আলাদা সফটওয়্যার ইন্সটল করতে হয়। বেশি সফটওয়্যার ইন্সটল করলে কম্পিউটারও স্লো হয়ে যায়। শুধু তাই নয়, বেশ কিছু প্রয়োজনীয় সফটওয়্যার আছে যেগুলো সাইজে অনেক বড় যেমন: মাইক্রোসফট অফিস। এতে হার্ডডিস্কের অনেক জায়গা খরচ হয়।
কিন্তু ফ্রিওপেনার হলো এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে প্রায় সব ধরনের ফাইল ওপেন করা যায়। এই সফটওয়্যার দিয়ে PDF, DOC, HTML, JPEG এবং অডিও ভিডিওর প্রায় সব ধরনের ফাইল ফরমেটসহ ৮০ টিরও বেশি ফরমেটের ফাইল ওপেন করা যায়।
সফটওয়্যারটির নিজস্ব সাইট www.freeopener.com থেকে বিনামূল্যে এটি ডাউনলোড করা যাবে। সাইজ মাত্র ২৫ মেগাবাইট। ডাউনলোড করার পর সফটওয়্যারটি ওপেন করে ctrl+o চাপুন অথবা ফাইলে গিয়ে ওপেন বাটন ক্লিক করুন এবং আপনার ইচ্ছা মত ফাইল ওপেন করুন।
অত্যন্ত কাজের এই সফটওয়্যারটির সবচাইতে ভালো দিক হলো এটি সম্পূর্ণ ফ্রি।
Comments 1