রাস্তায় কেউ যৌন হয়রানির শিকার হলে স্মার্টফোন তা জানিয়ে দেবে। এমনই এক অ্যাপস তৈরি করেছে আমেরিকার প্রযুক্তিবিদেরা। ইতিমধ্যে অ্যাপসটি মানুষের মুঠোয় মুঠোয়। মানে মুঠোফোনে।
অ্যাপসটি নিউ ইয়র্ক সিটিবাসীদের বিনামুল্যে দেয়া হয়েছে। কেউ রাস্তায় যদি যৌন হয়রানির শিকার হয় তখনই হয়রানির তথ্যাদি পৌছে যাবে সিটি কাউন্সিল ও মেয়রের অফিসে।
এই অ্যাপস ব্যবহার করে কেউ যৌন হয়রানির শিকার হওয়া মাত্র তথ্যাদি কতৃপক্ষের কাছে পৌঁছে দিতে পারবে।
অ্যাপটিতে একটি ম্যাপ রয়েছে যে ম্যাপ বলে দেবে ভিক্টিমের অবস্থান কোথায়। সে অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এ বিষয়ে সিটি কাউন্সিলের মুখপাত্র কিস্টিন কুইন বলেন, এই নতুন প্রযুক্তি বিশ্বে প্রথম নিউ ইয়র্ক সিটিতেই প্রথম ব্যবহ্নত হলো। যার মাধ্যমে রাস্তায় কেউ যৌন হয়রানির শিকার হলে তাৎক্ষনিক প্রতিকারমুলক ব্যবস্থা নেয়া যাবে।
স্মার্টফোনের এই অ্যাপসটি তৈরি করছে অলাভজনক প্রতিষ্ঠান ‘হোলাব্যাক’।
Comments 0