Home  • General Knowledge • Bengali & Literature
উপন্যাসঃ ঘরের-বাইরে বউ-ঠাকুরণীর-হাটে শেষের-কবিতা শুনতে গিয়ে গোরা রাজর্ষির চোখের-বালি করুণা ও চতুরঙ্গ দুইবোন যোগাযোগের চার নৌকাডুবিতে মারা গেল। নাটকঃ তাসের-দেশের মুকুট পড়ে চিরকুমার রাজা, ডাকঘরের পাশে রক্তকবরী গাছের নীচে বসন্তের সভার মুক্তধারার আলচনায় ছিলেন। তাপসীর অরুপ-রতন এর চেহারা কালের-যাত্রায় অচলায়তন হওয়ায় তাকে কিছু বিসর্জন দিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে, এটা কোন ধরনের মায়ার খেলা। কাব্যগ্রন্থঃ পূরবী, মানসী ও চিত্রা, মহুয়ার বান্ধবী চিত্রালীর নবজাতকের পুনশ্চ জম্মদিনে ভানুসিংহ-ঠাকুরের প্রথম কাব্য বনফুল ও গীতাঞ্জলীর শেষ লেখার লেখন উৎসর্গ করল। প্রভাত-সংগীত ও সন্ধার বিচিত্রিতায় খেয়ার সোনারতরী বলাকায় ছড়ার-ছবির মতো ক্ষণিক গল্পে-সল্পে ও সানায়ে শ্যামলীময় করে তুলল। কাজী নজরুল ইসলামঃ উপন্যাসঃকুহেলিকা মৃত্যুক্ষুধায় বাধনহারা হয়ে গেল। নাটকঃআলেয়া মধুমালায় পুতুলের বিয়েতে ঝিলিমিলি রঙের শাড়ী পরেছে। কাব্যগ্রন্থঃসিন্ধু-হিন্দোল থেকে অগ্নিবীনার বিষের-বাশি, সন্ধ্যার ভাংগার-গান, পূবের-হাওয়ারপ্রলয়-শিখা সবই ভালো লাগে।চক্রবাকে ছায়ানট, জিঞ্জির মরুভাষ্কর, সঞ্চয়ন দোলনচাপা,ঝিংগেফুল সহ সবকিছু সর্বহারারা লুট করে। জসীম উদ্দীনঃ কাব্যগ্রন্থঃনকশীকাথারমাঠের ধানক্ষেতের পাশ দিয়ে রাখালী হলুদ- বরণ,সুচয়নীকে নিয়ে এক পয়সার বাশি বাজাতে-বাজাতে সোজন বাদিয়ার ঘাটের নিকট আসিলে বালুচর হাসুর মা-জননীমাটির-কান্নায় ভেঙ্গে পড়ল। জীবনানন্দ দাসঃ কাব্যগ্রন্থঃরূপসী-বাংলার বনলতা-সেন মহাপৃথিবীর এই সাতটি-তারার-তিমির রাত্রিতে বেলা-অবেলা-কালবেলায় ধুসর পান্ডুলিপির মত ঝরে পড়ল। গোলাম মোস্তফাঃ কাব্যগ্রন্থঃ সাহারার বনি-আদম হাসনাহেনা এখন বুলবুলিস্থানের রক্তরাগে।

Comments 2


nice!
Very good collections .

Share

About Author
Muha. Jahirul Islam
Copyright © 2024. Powered by Intellect Software Ltd