কম্পিউটারে অনেকেই শর্টকাট ভাইরাস নিয়ে সমস্যায় পড়েন। বিশেষকরে নিজের কম্পিউটারের বাইরে কোথাও পেনড্রাইভ ব্যবহার করলে অনেক সময় এই ধরনের ভাইরাস কম্পিউটারে প্রবেশ করে। এই ভাইরাসের কারনে আপনি যখন আপনার পেনড্রাইভ কম্পিইটারে ঢুকাবেন, সঙ্গে সঙ্গে সবগুলো ফাইল এবং ফোল্ডার শর্টকাট হয়ে যায়। চাইলে আপনি আবার আপনার শর্টকাট ফাইলগুলো ফিরিয়ে আনতে পারেন।
এই জন্য প্রথমে রানে গিয়ে cmd (Command Prompt) লিখুন এবং এন্টার করুন। এরপর আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার যদি E তাহলে লিখুন E:G এবং এন্টার করুন।এখন Attrib/S/D-R-S-H লিখুন এবং এন্টার করুন।এবার দেখুন আপনার পেনড্রাইভের সবগুলো শর্টকাট ফাইল এবং ফোল্ডার ঠিক হয়ে গেছে। শর্টকাট হওয়া থেকে ফাইল বা ফোল্ডাকে বাচাতে আপনার পেনড্রাইভে একটি ফোল্ডার তৈরি করে রাখুন এবং রিনেম করে নাম দিন “?.dat”। ? লেখার জন্য আপনার কি-বোর্ডের Alt চেপে ধরে নিউমেরিক কি প্যাডের ৩ চাপ দিয়ে ছেড়ে দিন এবং .dat/mkv/.jpg ইত্যাদি নাম দিন।
এরপর আপনার পেনড্রাইভে যখনি কোন ফাইল রাখবেন, এই ফোল্ডারটির ভেতরেই রাখবেন। এই ফোল্ডারে শর্টকাট ভাইরাসের কোন প্র্রভাব পড়বে না।
Comments 0