Home  • Online Tips • Religious

কোরবানির প্রস্থুতি

কোরবানির পশুকে অন্তত এক সপ্তাহ আগে কিনা উচিত, তারপর তাকে নিজের সন্তানের মত লালন পালন করা উচিত। তাহলে আশা করা যায় পশুর প্রতি কিছুটা মায়া সৃষ্টি হবে। তারপর পশুকে নিজের হাতে কোরবানি দিতে হবে। তাহলে আমরা যারা কোরবানি দিচ্ছি তারা কিছুটা হরেও বুঝতে পারবো ইব্রাহিম (আ:) আল্লাহকে খুশি করার জন্য কি করতে যাচ্ছিলেন। যদি আমরা কিছুটা হলেও তার ঐ সময়ের মনের অবস্থা উপিলব্ধি করতে পারি তাহলে হয়তো আল্লাহ আমাদের কোরবানিকে কবুল করবেন। কিন্তু আমরা পশুকে রাখার ও পালার ভয়ে ১-২ দিন আগে পশু কিনি এবং হুজুরকে দিয়ে কোরবানি করাই। অনেকে পশুকে ছুয়েও দেখি না। যার কারনে কোরবানির মর্ম আমরা বুঝতে পারছিনা। আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি।

Comments 2


Yes you are right
you have said right word,i like it
About Author
MD Shamsul Arefin
Copyright © 2024. Powered by Intellect Software Ltd