Home  • Online Tips • Computer

আমাদের ছোট নদী - রবীনদ্রনাথ ঠাকুর

আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাটু জল থাকে ! পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি ! চিকচিক করে বালি কোথা নাই কাদা, এক ধারে বন ফুলে ফুলে সাদা ! কিচিমিচি করে সেথা শালিকেরও ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শিয়ালেরও হাক ! তীরে তীরে ছেলে-মেয়ে নাই ভর কালে, গামছায় জল ভরে গায়ে তারা ঢালে ! সকালে-বিকালে কভু নাও হলে পারে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে ! দুই কুলে বনে বনে পড়ে যায় ষাড়া, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া ! {ভুল হলে ক্ষমা করবেন}

Comments 2


Good
ভুল হইছে ভাই। একধারে কাশ বন ফুলে ফুলে সাদা

Share

About Author
Md. Pias-Al- Mamun
Copyright © 2024. Powered by Intellect Software Ltd