১/ যার বল সেই ঠিক করবে কে কে খেলবে ।
২/ যার বল সেই থাকবে অধিনায়ক ।
৩/ যে সবচেয়ে মোটা সেই থাকবে গোল কিপার ।
৪/ কোন রেফারি নাই, কোন অফসাইড নাই, নাই কোন
কর্নার, এক মাত্র কসম কাটলেই
ফাউল/ হ্যান্ডবল ধরা হয় ।
৫/ খেলায় কোন পেনাল্টি নাই
৬/ যার বল তাকে ফাউল করা যাবেনা যদি করা হয়
তবে ঐ খেলোয়ার বাদ ।
৭/ ফ্রী কিক হলে ঠিক এক হাত সামনে দুই
থেকে তিন জন দাঁড়াবে গার্ড ।
৮/স্যান্ডেল বা ইট দিয়ে বানানো হতো গোল বার ।
৯/ গোল হলেই চিৎকার করে বলা হয়, হয় নাই হয় নাই ।
১০/ খেলার নির্দিষ্ট কোন সময় নাইআজানের পরও
যতক্ষণ বল দেখা যায় খেলা চলবে।
Comments 1