Home  • News • Sports News

::::ছোট বেলার ফুটবল খেলার কিছু নিয়মঃ:::

১-যার-বল-সেই-ঠিক ১/ যার বল সেই ঠিক করবে কে কে খেলবে । ২/ যার বল সেই থাকবে অধিনায়ক । ৩/ যে সবচেয়ে মোটা সেই থাকবে গোল কিপার । ৪/ কোন রেফারি নাই, কোন অফসাইড নাই, নাই কোন কর্নার, এক মাত্র কসম কাটলেই ফাউল/ হ্যান্ডবল ধরা হয় । ৫/ খেলায় কোন পেনাল্টি নাই ৬/ যার বল তাকে ফাউল করা যাবেনা যদি করা হয় তবে ঐ খেলোয়ার বাদ । ৭/ ফ্রী কিক হলে ঠিক এক হাত সামনে দুই থেকে তিন জন দাঁড়াবে গার্ড । ৮/স্যান্ডেল বা ইট দিয়ে বানানো হতো গোল বার । ৯/ গোল হলেই চিৎকার করে বলা হয়, হয় নাই হয় নাই । ১০/ খেলার নির্দিষ্ট কোন সময় নাইআজানের পরও যতক্ষণ বল দেখা যায় খেলা চলবে।

Comments 1


True, How funny was that day and how joyful. :-)

Share

About Author
Md Abdus Satter
Copyright © 2024. Powered by Intellect Software Ltd