Home  • Programming • JavaScript

Checking Largest Number

যদি একাধিক সংখ্যা থেকে (ধরি তিনটি) যাচাই করে সবচেয়ে বড় বা বৃহত্তম সংখ্যা আমরা বের করতে চাই তবে খুব সহজেই IF ফাংশন এর মাধ্যমে আমরা তা করতে পারি । এক্ষেত্রে আগে থেকেই IF এর ব্যবহার জানা থাকা ভাল। যেমনঃ if(শর্ত){শর্তটি প্রযোয্য হলে এ অংশটি কাজ করবে}else{শর্তটি প্রযোয্য না হলে এ অংশটি কাজ করবে}; পরিকল্পনাঃ ধরি সংখ্যা গুলো যথাক্রমে a,b,c ১: a এবং b যাচাই করব ২: a বড় হলে, a এবং c যাচাই করব; এ দুটির মধ্যে যেটি বড় সেটিই হবে আমাদের কাঙ্খিত সংখ্যা ৩: a বড় না হলে, b এবং c যাচাই করব;এই দুইয়ের মধ্যে যেটি বড় সেটিই হবে আমাদের কাঙ্খিত সংখ্যা কোডঃ
 if(a>b){
		    if(a>c){
			 document.write(a)
		      }else{
			document.write(c)

		      }
		}else{
					
			if(b>c){
			   document.write(b)
			}else{
			  document.write(c)
			}
		}
আমরা ইচ্ছা করলে আরও সুন্দর করে সাজাতে পারি (আউটপুটের জন্য):
<!doctype html>
<html>
<head>
<meta charset="utf-8">
<title>Largest Number</title>
<style>
.arif{color:red}
</style>

</head>

<body >
<p align="center" class="red">

<script>
var a=parseInt(prompt("first number","0"));
	var b=parseInt(prompt("second number","2"));
	var c=parseInt(prompt("third number","3"));
	
	document.write("First number"+"=  "+a+'<br>');
	document.write("Second number"+"=  "+b+'<br>');
	document.write("Third number"+"=  "+c+'<br>');
	
	if(a>b){

		if(a>c){
		    document.write("Highest value of those three"+"=  "+a)
		}else{
		   document.write("Highest value of those three"+"=  "+c)	
		}

	}else{
					
		if(b>c){
			document.write("Highest value of those three"+"=  "+b)
		}else{
		      document.write("Highest value of those three"+"=  "+c)
		}
	}

</script>
</p>

</body>
</html>

Comments 4


chomotkar!!!  আমরা ইচ্ছা করলে আরও সুন্দর করে সাজাতে পারি (আউটপুটের জন্য) ai part ta onk valo hoise!!!
Thank you!! @khairul vi
Thumbs Up
We are our future
About Author
Ariful  Islam
Copyright © 2024. Powered by Intellect Software Ltd