যদি একাধিক সংখ্যা থেকে (ধরি তিনটি) যাচাই করে সবচেয়ে বড় বা বৃহত্তম সংখ্যা আমরা বের করতে চাই তবে খুব সহজেই IF ফাংশন এর মাধ্যমে আমরা তা করতে পারি । এক্ষেত্রে আগে থেকেই IF এর ব্যবহার জানা থাকা ভাল। যেমনঃ if(শর্ত){শর্তটি প্রযোয্য হলে এ অংশটি কাজ করবে}else{শর্তটি প্রযোয্য না হলে এ অংশটি কাজ করবে};
পরিকল্পনাঃ ধরি সংখ্যা গুলো যথাক্রমে a,b,c
১: a এবং b যাচাই করব
২: a বড় হলে, a এবং c যাচাই করব; এ দুটির মধ্যে যেটি বড় সেটিই হবে আমাদের কাঙ্খিত সংখ্যা
৩: a বড় না হলে, b এবং c যাচাই করব;এই দুইয়ের মধ্যে যেটি বড় সেটিই হবে আমাদের কাঙ্খিত সংখ্যা
কোডঃ
আমরা ইচ্ছা করলে আরও সুন্দর করে সাজাতে পারি (আউটপুটের জন্য):
<!doctype html>
<html>
<head>
<meta charset="utf-8">
<title>Largest Number</title>
<style>
.arif{color:red}
</style>
</head>
<body >
<p align="center" class="red">
<script>
var a=parseInt(prompt("first number","0"));
var b=parseInt(prompt("second number","2"));
var c=parseInt(prompt("third number","3"));
document.write("First number"+"= "+a+'<br>');
document.write("Second number"+"= "+b+'<br>');
document.write("Third number"+"= "+c+'<br>');
if(a>b){
if(a>c){
document.write("Highest value of those three"+"= "+a)
}else{
document.write("Highest value of those three"+"= "+c)
}
}else{
if(b>c){
document.write("Highest value of those three"+"= "+b)
}else{
document.write("Highest value of those three"+"= "+c)
}
}
</script>
</p>
</body>
</html>
/1
Comments 4
chomotkar!!! আমরা ইচ্ছা করলে আরও সুন্দর করে সাজাতে পারি (আউটপুটের জন্য) ai part ta onk valo hoise!!!
Comments 4