Home  • Jobs • IT & Telecommunication

দুনিয়া বদলে দেওয়া ১০ ওয়েবসাইট

১। উইকিপিডিয়া

বদলে দিয়েছে তথ্য অনুসন্ধানের ধরনকে

উইকিপিডিয়ার আগেও তথ্যকোষ ছিল, তবে সেগুলোতে হয় তেমন কোন তথ্য ছিল না অথবা তথ্য থাকলেও তা অর্থের বিনিময়ে কিনতে হতো।কিন্ত উইকিপিডিয়া এই ধারনা বদলে দিয়েছে। উইকিপিডিয়াতে শুধু সব বিষয়ে জানতেই পারি তাই নয় ,নিজেরাও তথ্যের জোগানদাতা হওয়া যায়। এখন প্রায় পৃথিবীর সব ভাষাতেই উইকিপিডিয়া চালু হয়েছে।বাংলা ভাষার উইকিপিডিয়াকে বাংলাপিডিয়াও বলা হয়ে থাকে। http://wikipedia.org

২। আমাজন ডট কম

বদলে দিয়েছে পন্য ক্রয়ের ধরন

আমাজনের আগেও অনলাইনে কেনাকাটা ছিল, কিন্ত আমাজনের মত ছিল না কেউই।কেবল বই আর বই সম্পরকিত আইটেম বিক্রি দিয়ে শুরু করে আজ আমাজন বিক্রি করছে কোটি কোটি পন্য।এসব পন্য বিক্রি করে শুধু যে আমাজনই লাভোবান হয়েছে তা নয়,তারা পরিবর্তন করে দিয়েছে লক্ষ কোটি মাণুষের জীবন।বাচিয়ে দিয়েছে সময়। http://amazon.com

৩। ফেসবুক

বদলে দিয়েছে বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্ক আর বন্ধন

ফেসবুকের নাম শোনেনি এমন লোক খুজে পাওয়া মুশকিল,তাই বলে ফেসবুক কিন্তু মোটেও প্রথম সোশ্যাল নেটওয়ার্ক সাইট নয়, কিন্তু ফেসবুকে এমন কিছু আছে যা অন্য কোন সোশ্যাল নেটওয়ার্ক সাইটে নেই।এই কারনে ফেসবুকের সদস্য সংখ্যা প্রায় আজ ১০০ কোটির উপর!!! কেবল বন্ধুই নয় ,প্রিয় সেলেব্রেটি ,ব্রান্ড ইত্যাদির সঙ্গে যোগাযোগ রক্ষায় ফেসবুকের সাথে হাত বাড়িয়ে রেখেছে সবাই।অনেকেই আবার নিজের ব্যাবসার প্রসার বাড়ানোর জন্য ব্যাবহার করছে ফেসবুক। আবার অনেকেই ফেসবুক থেকে অর্থ আয় করছে। http://fb.com

৪। প্রজেক্ট গুটেনবার্গ

বদলে দিয়েছে পড়ার ধরনকে

প্রজেক্ট গুটেনবার্গ হচ্ছে এক বিশাল অনলাইন গ্রন্থাগার, যেখেন থেকে আমরা পড়তে পারি মনের সব বই, বিনে পয়সায়। প্রজেক্ট গুটেনবার্গই প্রথম ই-বুক তৈরী করেছে এবং পৌছে দিয়েছে সবার কাছে। কপিরাইটের আওতামুক্ত এসব বই কোটি কোটি মানুষ পড়তে পারছে প্রজেক্ট গুটেনবার্গে কোনরকম ঝামেলা ছাড়াই।অনেকেই বলেন প্রজেক্ট গুটেনবার্গের আবির্ভাব না ঘটলে ই-বুক আজকের অবস্থানে পৌছাতে পারত না। http://www.gutenberg.org

৫। টুইটার

বদলে দিয়েছে যোগাযগের ধরনকে

মাত্র ১৪০ অক্ষরের বার্তার মাধ্যমে মানুষ একে অন্যর সাথে যোগাযোগ করে চলেছে এমনভাবে, আজ থেকে ১০ বছর আগে যেটাকে অবিশ্বাস্য বলে মনে হত।আমাদের দেশে টুইটার জনপ্রিয় না হলেও পশ্বিমা দেশগুলোতে টুইটার ব্যাপক জনপ্রিয় এবং এই জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। http://twitter.com

৬। প্যানডোরা

বদলে দিয়েছে মিউজিক অনুসন্ধান

প্যানডোরা আবির্ভাবের আগে অনলাইনে মিউজিক শুনতে হলে কোনো স্ত্রিমিং রেডিও স্টেশনে গিয়ে আগে প্রোগ্রাম করা মিউজিক শুনতে হত। এতে অনেক সময় পছন্দের মিউজিক শোনা যেত না। এখন প্যানডোরা এটাকে পালটে দিয়েছে। এখন প্যানডোরাই নিজের রেডিও স্টেশনে নিজেই পোগ্রাম করা যায়, গানের বা গায়কের নাম দিয়ে গানটা বাজাতে বললেই হল।

৭। উইকিলিক্স

বদলে দিয়েছে তথ্য জানার অধিকারকে

বিগত কয়েক বছরে উইকিলিক্স অনেক জনপ্রিয় হয়েছে।এটি আমদের তথ্য জানার অধিকারকে প্রতিষ্ঠিত করেছে। বিগত কয়েক বছরে এজন্য উইকিলিক্স অনেক সমালোচিতও হয়েছে।এমন কোন দেশ নেই যে দেশের গোপন তথ্য উইকিলিক্স এ প্রকাশিত হয় নি। জুলিয়ান এসেন্জের এই প্রতিস্ঠান এখনো বিভিন্ন দেশের গোপন তথ্য উইকিলিক্স এ প্রকাশ করে চলেছে।

৮। পিন্টারেস্ট

বদলে দিয়েছে ফটোগ্রাফি শেয়ার করার ধারনাকে

পিন্টারেস্ট আমাদের ছবি শেয়ারিং এর ধারনাই পাল্টে দিয়েছে। আমাদের দেশে এখনও পিন্টারেস্ট সম্পর্কে অনেকে তেমন ভালোভাবে জানেন না, এজন্য এটি আমাদের দেশে সেই ভাবে জনপ্রিয় হয়নি। তবে সেই দিন হয়তো বেশি দূরে নয় যখন পিন্টারেস্ট ফেসবুকের মত জনপ্রিয় হবে। http://pinterest.com

৯। ইউটিউব

বদলে দিয়েছে বিনোদনকে

ইউটিউব জন্ম নেওয়ার আগে অনলাইনে ভিডিও দেখার তেমন ভাল কোন ওয়েবসাইটব ছিল না। ইউটিউব এসেই নিজের ইচ্ছেমত ভিডিও পোস্ট এবং দেখার স্বাধীনতা দিয়েছে সবাইকে। অনেকেই আবার নিজের ব্যাবসার প্রসার বাড়ানোর জন্য ব্যাবহার করছে ইউটিউবে। আবার অনেকেই ইউটিউব থেকে অর্থ আয় করছে। এজন্য এটি শুধু এখন বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নেই। http://youtube.com

১০। গুগল

বদলে দিয়েছে সবকিছুই

কথাটা শুনে একটু বাড়াবাড়ি মনে হতে পারে অনেকের কাছেই, কিন্তু এটা সত্যি।ইন্টারনেটের এমন কোনো এলাকা নেই যেখানে গুগল এর হাতের ছোয়া পড়েনি।আপনি অনলাইনে যাই কিছু করুন না কেন গুগল এর সংস্পর্শে আশার সম্ভাবনা প্রায় শতভাগ।আমরা যে যে পেশা বা অবস্থানে থাকি না কেন , অনলাইন দুনিয়ায় গুগল এর সাথে সম্পর্ক না রেখে বাচা খুবই কঠিন। ব্লগারের ব্লগ হোক,জি মেইল হোক, গুগলে সার্চ হোক অথবা ইউটিউবে ভিডিও দেখা গুগল আছে সব জায়গাতেই। http://google.com

Comments 0


Share

About Author
Imran Hossain Babu
Copyright © 2024. Powered by Intellect Software Ltd