Home  • Online Tips • Study

জীবেনে সফল হতে হলে কিংবা ধনী হতে হলে মনে রাখতে হবে কয়েকটি বানী

জীবেনে সফল ১) আপনার দরিদ্র হয়ে জন্মানোটা দোষের না কিন্তু দরিদ্র হয়ে থাকাটাই দোষের। আপনি যদি একটি দরিদ্র ঘরে জন্ম নিয়ে নিজের ৩৫ বছর বয়সেও সেই দরিদ্রই থাকেন তবে দরিদ্র হয়ে থাকাটা আপনার কপালের দোষ নয়, আপনি এটি প্রত্যাশা করেন। কারন আপনি আপনার যুবক বয়সকে কোন কাজে লাগাতে পারেন নি, আপনি সম্পূর্ণ ভাবে সময়টা নষ্ট করে দিয়েছেন। ২) জীবনে অনেক উপরে উঠতে হলে ২৫ বছর থেকেই শুরু করুন, নিজে পরিকল্পনা করুন, তাই করুন যা আপনি উপভোগ করতে জানেন। ৩) এগিয়ে যাও তা না হলে ঘরে ফিরে যাও। ৪) আপনি গরীব কারন আপনার দূরদর্শিতার অভাব। ৫) আপনি দরিদ্র কারন আপনি আপনার ভীরুতাকে জয় করতে পারেন নি। ৬) আপনি গরীব কারন আপনি আপনার সর্বচ্চো ক্ষমতা, ব্যবহার করতে পারেন নি। ৭) আপনি দরিদ্র তাই সবাই আফসোস করবে কেওই আপনাকে সচ্ছল বানিয়ে দিবেনা। ৮) যখন আপনার বাবা মায়ের চিকিৎসা ব্যয় আপনি মিটাতে পারবেন না কেউই আপনাকে তা দিবেন না। ৯) আপনি নিজের ৩৫ বছর বয়সেও যখন কোন উন্নতি করতে পারবেন না সবাই আপনাকে উপহাস ঠিকি করবে কিন্তু কেউই আপনাকে হাত ধরে এগিয়ে নিয়ে যাবেনা। হতাশ না হয়ে যুদ্ধ চালিয়ে যেতে হবে। ৪টি বিষয় অনুসরণ করতে হবে। ১) সুযোগের প্রতি ক্ষীণদৃষ্টি দেয়া এবং তার সৎ ব্যবহার করা। ২) সুযোগ খুঁজতে থাকা, কখন আসবে তা আপনি জানেন না তাই সচেষ্ট থাকা। ৩) যেকোনো জিনিস বুঝতে জানা, বুঝার চেষ্টা করা। ৪) হেরে যেতে না জানা, যদি হেরে যেতে হয় তবে এতো জলদি কেনো? লেগে থাকতে জানতে হবে। উপরের সব কিছু যে অনুসরন করবে সে কখনোই দরিদ্র হয়ে থাকবেনা। আর যে নিজের ৩৫ বছর বয়সেও দরিদ্র থাকে তা হলে সে সেটা প্রত্যাশাই করে। আপনি দরিদ্র কারন আপনার কোন উচ্চাকাঙ্ক্ষা নেই। (চীনা কোটিপতির সাক্ষাৎকার থেকে নেওয়া)

Comments 3


like
May Allah bless you it will may change one's life. And as a man it's your success.
vua!
About Author
ABDUR RAHIM HOWLADER
Copyright © 2024. Powered by Intellect Software Ltd