Home  • University • Campus

পুরোপুরি নষ্ট হওয়া মেমোরি কার্ড ঠিক করার উপায়!

3480 বর্তমান সময়ে আমাদের যে কোনো ধরণের প্রয়োজনীয় তথ্য আমরা পেনড্রাইভ বা মেমোরি কার্ডে সংরক্ষন করি। এছাড়াও ছবি, বা অন্যান্য অনেক কিছুই আমরা আমাদের মোবাইলের মেমরি কার্ডের মধ্যেই রাখি। তথ্য আদান প্রদান করার সময় ফোনের মেমোরি কার্ড হঠাৎ খুলে নেওয়া হলে বা কোনো ভাবে সংযোগ বিছিন্ন হলে সেটি অনেকসময় ক্ষতিগ্রস্ত হয় এবং অকেজো হয়ে যায়। এর ফলে মহাবিপাকে পড়তে হয় আমাদের। বিভিন্নভাবে এমন অকেজো মেমোরি কার্ড সচল করা গেলেও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত অথবা বাহ্যিকভাবে নষ্ট মেমরি কার্ডকে ঠিক করা কঠিন। তারপও আধুনিক কম্পউটারের যুগে সবই সম্ভব। আপনার সম্পূর্ন নষ্ট হয়ে যাওয়া মেমোরি এখন ঠিক করা একেবারেই সহজ। এর জন্য কিছু নিয়ম ফলো করলেই আপনি ফিরে পাবেন আপনার মেমোরি। যেভাবে নষ্ট মেমোরি কার্ড ঠিক করবেন: ডেটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করতে হবে: মেমোরি কার্ডের তথ্য দেখা যাচ্ছে, কিন্তু সেটি ব্যবহার করা যাচ্ছে না। এ ক্ষেত্রে ডেটা উপস্থিত থাকে কিন্তু কম্পিউটার বা অন্য যন্ত্র সেটিকে পড়তে (রিড) পারে না। এক্ষেত্রে সবাই ভাবে যে মেমোরি কার্ডটি বোধহয় নষ্ট হয়ে গেছে। কিন্তু না, এমন অবস্থা থেকেরিকভারি সফটওয়্যার মেমোরি কার্ডটাকে ফিরিয়ে আনতে পারে। আপনাকে যা করতে হবে: প্রথমে কার্ড রিডারে মেমোরি কার্ড ঢুকিয়ে নিয়ে কম্পিউটারে সংযোগ দিন। খেয়াল রাখুন, মেমোরি কার্ড ফাইল এক্সপ্লোরারে বা হার্ড ড্রাইভের অন্যান্য ডিস্কের মতো দেখালে এটিতে প্রবেশ করা যাবে না, কিন্তু ফাইল সিস্টেম ঠিক আছে। এবার অাপনার উইন্ডোজ এর স্টার্ট মেন্যুতে গিয়ে cmd লিখুন। এতে আপনার স্টার্ট মেন্যুর উপর দিকে কমান্ড প্রম্পট(cmd) দেখা যাবে। এখন এর ওপর ডান বোতাম চেপে Run asadministrator নির্বাচন করে সেটি খুলুন। কমান্ড প্রম্পট চালু হলে এখানে chkdskmr লিখে enter ক্লিক করুন। এখানে m হচ্ছে মেমোরি কার্ডের ড্রাইভ। কম্পিউটারে কার্ডের ড্রাইভ লেটার যেটি দেখাবে সেটি এখানে লিখে চেক ডিস্কের কাজটি সম্পন্ন হতে দিন। এখানে convertlostchainsto files বার্তা এলে y চাপুন। এ ক্ষেত্রে ফাইল কাঠামো ঠিক থাকলে কার্ডের তথ্য আবার ব্যবহার করা যাবে। মেমোরি কার্ড যদি invalid filesystem দেখায় তাহলে সেটির ড্রাইভের ডান ক্লিক করে Format-এ ক্লিক করুন। File systemথেকে FAT নির্বাচন করে Quick format-এর টিক চিহ্ন তুলে দিয়ে Format-এ ক্লিক করুন। ফরম্যাট সম্পন্ন হলে মেমোরি কার্ডের তথ্য হারালেও কার্ড নষ্ট হবে না।

Comments 3


ভাই যদি নষ্ট মেমোরি কার্ড আসলেই ঠিক করা যেত তাহলে মেমোরি কার্ড তৈরি করা কোম্পানিরা ফকির হয়ে যেত। কেউ নতুনটা কিনত না, সবাই পুরাতনটা দিয়েই বেবসা করত বা পুরাতনটাই খুজে বেরাত। সেই শিয়ালের লেজ কাটা গল্পের মত, নিজেরটা নষ্ট করে আরেকজনের টা নষ্ট করা।
ami amar pendrive a kono kicu data nite parcy na write protection on korbo ki vabe
pendrive ta thailand thake pathano.
About Author
ABDUR RAHIM HOWLADER
Copyright © 2024. Powered by Intellect Software Ltd