Home  • News • Entertainment News

Our Favorite song

ও কারিগর, দয়ার সাগর, ওগো দয়াময় চান্নি পসর রাইতে যেন আমার মরণ হয়। চান্নি পসর চান্নি পসর আহারে আলো ।। কে বেসেছে কে বেসেছে তাহারে ভালো কে দিয়েছে নিশি রাইতে দুধের চাদর গায় কে খেলেছে চন্দ্র খেলা ধবল ছায়ায় এখন খেলা থেমে গেছে মুছে গেছে রং ।। অনেক দূরে বাজছে ঘণ্টা ঢং ঢং ঢং এখন যাব অচিন দেশে, অচিন কোন গায় চন্দ্রকারিগরের কাছে ধবল পঙ্খী নায় ও কারিগর, দয়ার সাগর, ওগো দয়াময় চান্নি পসর রাইতে যেন আমার মরণ হয়। _______________________ হুমায়ূন আহমেদ

Comments 0


Share

About Author
Abdullah Al Mamun
Copyright © 2024. Powered by Intellect Software Ltd