Home  • University • Campus

আপনার ই কমার্স এ আসার অন্তত ২০ টি কারণ, ই-কমার্স বিজনেস প্ল্যান(দ্বিতীয় পর্ব)

আমার-ধারণা-আপনার-এই-লেভেলআমার ধারণা আপনার এই লেভেল পার করে এসেছেন। তবুও সংক্ষেপে বলছি। অনেকগুলো কারণে আপনি এই ব্যবসায় আসতে পারেন। ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন কারণ থাকতে পারে। যেমন: ১. আপনি স্বল্প পরিসরে এককভাবে ব্যবসা করতে চান সেজন্য আপনি ই কমার্সে আসবেন। ২. বাংলাদেশে ই কমার্স এর ভবিষ্যত ভালো সেজন্য আপনি ই কমার্সে আসবেন। ৩. অল্প পুঁজিতে এই ব্যবসা করা যায় সেজন্য আপনি ই কমার্সে আসবেন। ৪. এই ব্যবসাটা অনেকেই সিরিয়াস পেশাদারী হিসেবে করছেনা বা পারছেনা, আপনি পারবেন এবং করবেন সেজন্য আপনি ই কমার্সে আসবেন। ৫. এই ব্যবসায় ভালো লোকেরা না আসলে ব্যবসাটাতে প্রতারক লোকজনের আধিপত্য শুরু হবে সেজন্য আপনি ই কমার্সে আসবেন। ৬. আপনি শিক্ষিত এবং আপনার প্রযুক্তি জ্ঞান আছে, যুগের সাথে তাল মিলিয়ে ব্যবসা করার জন্য আপনি ই কমার্সে আসবেন। ৭. আজকাল মানুষ ঘওে বসে সার্ভিস পেতে চায় সেজন্য আপনি ই কমার্সে আসবেন। ৮. বাংলাদেশে মোবাইল এবং ইন্টারনেট দ্রুত প্রসার ঘটছে সেজন্য আপনি ই কমার্সে আসবেন। ৯. বিদেশী কোম্পানী আধিপত্য বিস্তার করতে পারে। সেজন্য আপনি ই কমার্সে আসবেন। ১০. এই ব্যবসা এখনো শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়নি আপনার অনেক কিছু করার সুযোগ আছে সেজন্য আপনি ই কমার্সে আসবেন। ১১. এখনো কঠিন প্রতিযোগিতা শুরু হয়নি অনেক পন্য নিয়ে ব্যবসা করলে আপনি হবেন। প্রথম এবং আপাতত একমাত্রসেজন্য আপনি ই কমার্সে আসবেন। ১২. আপনার পাশে ই- ক্যাব আছে। সেজন্য এবং সেজন্য আপনি ই কমার্সে আসবেন।কথার কথা নয়। বাংলাদেশে এর আগে কোনো ব্যবসায় ব্যবসা শুরু করার আগে এসোেিসয়শন গঠিত হয়ে আগ্রহীদের পাশে দাড়ায়নি। এক দুই দশক ব্যবসা চালু হওয়ার পরে প্রতিষিবঠত ব্যবসায়ীরা মিলে এসোসিয়েশন করেছে। তারা কাউকে ব্যবসা শেখায়নি। ব্যবসা শিখে তারা সমিতিতে যোগ দিয়েছে। আপনারা এমন একটা প্লাটফরম পেয়েছেন। যারা আপনাদের ব্যবসা শেখাচ্ছে। সত্যি আপনাদের প্রতি আমার হিংসে হচ্ছে। কারণ আমরা যখন শুরু করতে চেয়েছিলাম এরকম কাউকে পাইনি। ১৩. এমনকি আজ আমি একজন কনসালটেন্ট হিসেবে আপনারকে এবং সবাইকে পরামর্শ দিচ্ছি। এটাও আমরা পাইনি। অনেক ঠকে ঠকে ঠেকে ঠেকে শিখতে হয়েছে। আর আপনাদের কষ্টটা বুঝি বলে। হাত বাড়িয়ে দিয়েছি। আমি চাই আপনারা সফল হোন এগিয়ে যান, এবং সেজন্য আপনি ই কমার্সে আসবেন। ১৩. আপনি গার্মেন্টস ব্যবসা করবেন। ব্যবসার ষোলকলা যোগ্যতা অর্জণ করলে তবে বিজেএমইএ আপনাকে মেম্বার বানাবে। রিহাব এর ক্ষেত্রেও একই কথা। একমাত্র ই ক্যাব ব্যবসা শুরু করার আগেই আপনার পাশে দাড়িয়েছে। এটা একটা নজীরবিহীন ঘটনা॥ এবং সেজন্য আপনি ই কমার্সে আসবেন। ১৪. কোনো অফিস না নিয়ে নিজের ঘরে বসে স্বল্প পরিসওে করতে পারেন। সেজন্য আপনি ই কমার্সে আসবেন। ১৫. নিজের পন্য না থাকলেও সাপ্লাই চেইন এর মাধমে আপনি পন্য বিক্রি করতে পারেন সেজন্য আপনি ই কমার্সে আসবেন। ১৬. একসময় অনলাইন ব্যাংকিং, মাস্টার কার্ড, ডেবিট ক্রেডিট কার্ড, ভিসা কার্ড, মোবাইল ব্যাংকিং এসব ছিলনা, এখন আছে সেজন্য আপনি ই কমার্সে আসবেন। ১৭. বাংলাদেশে এমন কিছু পন্য তৈরী হয়, তা আপনি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চান সেজন্য আপনি ই কমার্সে আসবেন। ১৮. আপনি বাজারে একটা দোকান দিলে আপনার সীমানা সে বাজার পর্যন্ত। অনলাইনে শপ খুললে আপনার বাজার বিশ্বব্যাপী সেজন্য আপনি ই কমার্সে আসবেন। ১৯. দোকান দিলে আপনার অনেক টাকার মাল দিয়ে দোকান সাজাতে হয়। এখানে আপনি অর্ডার পাওয়ার পর পন্য কিনবেন। বিক্রি হবে কি হবেনা সে ঝুঁকি নেই। সেজন্য আপনি ই কমার্সে আসবেন। ২০. অনেক পন্য আছে আপনাকে কিনতেও হবেনা শুধু অর্ডার কালেক্ট করে কোম্পানীকে জানিয়ে দেবেন। তারা পন্য পাঠাবে। তারাই দাম নেবে। আপনি পাবে।ন শুধু লাভের অংশ বা কমিশন এজন্যও আপনি ই কমার্সে আসতে পারেন। ref-fb

Comments 0


Share

Copyright © 2024. Powered by Intellect Software Ltd