Home  • Online Tips • Religious

জুম’আর দিনের ফযীলত সমূহ:

উম্মতে-মুহাম্মদীর-জন্য-জুমআর-দিনের

উম্মতে মুহাম্মদীর জন্য জুম’আর দিনের ফযীলত সমূহ:

সূর্য উদিত হয় এমন দিনগুলোর মধ্যে জুম’আর দিন হল সর্বোত্তম দিন। এ দিনে যা কিছু ঘটেছিল তা হলঃ (ক) এই দিনে আদম (আঃ) কে সৃষ্টি করা হয়েছিল, (খ) এই দিনেই তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল, (গ) একই দিনে তাঁকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল [মুসলিমঃ৮৫৪], (ঘ) একই দিনে তাঁকে দুনিয়াতে পাঠানো হয়েছিল, (ঙ) এই দিনেই তাঁর তওবা কবুল করা হয়েছিল, (চ) এই দিনেই তাঁর রূহ কবজ করা হয়েছিল [আবু দাউদঃ১০৪৬], (ছ) এই দিনে শিঙ্গায় ফুঁক দেওয়া হবে, (জ) এই দিনেই কিয়ামত হবে, (ঝ) এই দিনেই সকলেই বেহুঁশ হয়ে যাবে [আবু দাউদঃ১০৪৭], (ঞ) প্রত্যেক নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা, আকাশ, পৃথিবী, বাতাস, পর্বত ও সমুদ্র এই দিনটিকে ভয় করে। [ইবনে মাজাহঃ১০৮৪, ১০৮৫; মুয়াত্তাঃ৩৬৪]

Comments 1


thanks

Share

About Author
Abdullah Al Mamun
Copyright © 2024. Powered by Intellect Software Ltd