কোন কারণ ছাড়াই বার বার কম্পিউটার রিস্ট্রাট বা সাটডাউন হচ্ছে? দ্রুত এই সমস্যার সমাধান করুন।
আপনার প্রসেসর এর উপর লাগানো ফ্যান ঠিক মত কাজ করছে কি না।কোন কারণ ছাড়াই বার বার কম্পিউটার রিস্ট্রাট বা সাটডাউন এর মুল কারন হচ্ছে প্রসেসর ওভার হিট হওয়া।
একটি কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ হার্ডওয়ার হচ্ছে প্রসেসর(সিপিইউ) এটিকে মানুষের মস্তিস্কের সাথে তুলনা করা যেতে পারে। কম্পিউটার চলাকালীন সময়ে প্রসেসর সবচেয়ে বেশি হিট হয় সুতরাং প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য একটি কুলিং ফ্যান ব্যবহার করা হয় আর দীর্ঘ সময় কম্পিউটার ব্যবহার করার কারণে কুলিং ফ্যানে ধুলা-ময়লা জমা হয়ে জ্যাম হয়ে যায় যার ফলে উক্ত কুলিংফ্যানটি প্রসেসরকে প্রয়োজন আনুযায়ী ঠান্ডা করতে সক্ষম হয় না ফলে প্রসেসর ওভার হিট হয়ে সাময়িক সময়ের জন্য কার্যক্রম বন্ধ করে দেয় ফলে কম্পিউটার কোন প্রকার ম্যাসেজ প্রদর্শন না করেই রিস্ট্রাট নেয় অথবা সাটডাউন হয়ে যায়। আবার কুলিংফ্যানের নিচে এবং প্রসেসরের উপরে বিশেষ ধরনের সাদা রংয়ের পেষ্ট ব্যবহার করা হয় উক্ত পেষ্টকে টেকনিক্যাল ভাষায় “সিলিকন গ্রিজ” বলা হয়। সিলিকন গ্রিজ সাধারণত উচ্চ তাপ শোষণ করার জন্য ব্যবহার করা হয় যদি সিলিকন গ্রিজ শুকিয়ে যায় তাহলেও রিস্ট্রাট অথবা সাটডাউন প্রবলেম হতে পারে।এমন সমস্যা দেখাদিলে প্রথমে কুলিংফ্যান চেক করতে হবে যে ময়লা ঢুকে জ্যাম হয়ে আছে কিনা যদি ময়লার কারণে জ্যাম হয়ে থাকে তাহলে ব্রাস দিয়ে ভাল করে পরিস্কার করে ময়লা মুক্ত করতে হবে। অতপর চেক করতে হবে সিলিকন গ্রিজ ঠিকমতো আছে কিনা,যদি শুকিয়ে গিয়ে থাকে তাহলে পূনরায় সিলিকন গ্রিজ ব্যবহার করতে হবে।
Comments 0