Home  • University • Campus

উইন্ডোজ সেভেন-এ ইচ্ছামতো লগ-ইন পর্দা

hack windows7 চাইলেই উইন্ডোজ সাতের লগ-ইন পর্দায় পরিবর্তন আনা যায়। এ জন্য স্টার্ট মেনু থেকে রান চালু করে regedit লিখে এন্টার করুন। এবার
HKEY^LOCAL^MACHINE>Software>Microsoft>Windows>CurrentVersion>Authentication>LogonUI>Background
খুঁজে নিন। এখানে Background-এ ডান ক্লিক করে New থেকে DWORD (32-bit) value নির্বাচন করে OEMBackground নামের একটি নতুন DWORD তৈরি করুন। এবার OEMBackground নামের ডিওয়ার্ডে দুই ক্লিক করে Value data ঘরের মান ১ লিখে OK করুন। এবার backgroundDefault.jpg নামের ২৫৬ কিলো বাইট আকারের নিজের পছন্দমতো একটি ফাইল তৈরি করে নিন। এবার
C:>Windows>Szstem32>oobe
ফাইল গিয়ে info নামের একটি ফোল্ডার খুলুন। এবার info ফোল্ডারে ঢুকে আবারও backgrounds নামের ফোল্ডার খুলে সেখানে backgroundDefault.jpg নামের ফাইলটি রাখুন। এবার কম্পিউটার রিস্টার্ট করলে লগ-ইন পর্দা আপনার নিজের পছন্দমতো ছবি সেট হয়ে যাবে।

Comments 0


Share

About Author
Md. Sohel Arman
Copyright © 2024. Powered by Intellect Software Ltd