হাটছি একা পথের ধারে বসছি পুকুর পাড়ে
আনমনা মনে বিষণ্ণতা কাটছে ধারে ভারে।
কলমী লতায় ভরে আছে পুকুরের পাড়
জ্বলগুলো তার এখনো ভালো পরেনি কোনো সার
এই পুকুরের পানি
রহস্যের খণি ।
অনেক পুরনো এই পুকুরের জন্ম মোদের আগে
নাহি তো যে কত জনা সকাল থেকে সাঝে
ধরিতাম যে পুরনো পুরনো কত বড় বড় মাছ
কারণে অকারণে আসতো সবাই ফেলে দিয়ে সব কাজ
কেউ জানে না এই পুকুরের গভীরতাটা কত
কতই বা এর বয়স এই প্রশ্ন সবার মনে ওঠে অবিরত
সব প্রশ্নের উত্তর জানি আমি আছে আমার কাছে
ভরা পূর্ণীমাতে এর বিয়ের বাদ্য বাজে ।
কতৈনা সময় কাটিয়েছী এর পাড়ে বসে
কতনা হৃদয় ব্যথার আঘাতে নিশ্চুপ হয়ে গেছে
কতনা জীবন ঝরে পড়েছে আর কত বাকী আছে
নির্ঘুম থেকে হেটেছি কত এই পুকুরের পাড়ে
সৃতির মোহ হায় , অশ্রু খসে যায় ।
--মো: মশিউর রহমান
/1
Comments 7
I am indistinct its yours or others. But very profound thinking
Comments 7