নিমন্ত্রণ (Poem)
আমার আলস মেঘলা মন
তোকে চাইছে আজ ভীষণ
আমার একলা ঘরের কোণ
ধুলো জমা এই উঠোন
তোকে দিলাম নিমন্ত্রণ ।
ঘর ছেড়েছে মন
আমার একলা হাটার ক্ষণ
পথের বাঁকে তুই,তোর চেনা অভিমান
আমার ব্যস্ত ক্লান্ত চোখ তোকে খোঁজে যখন তখন
তোকে দিলাম নিমন্ত্রণ ।
নিঃশব্দ ঘর, আমার ঘরের গহীন কোণ
আয়না পাশে বস এটি মাত্র ক্ষণ
হাতটা ধরি চল, পাড়ি দেব সূদুর বন
থাকিস যদি তুই, হবি আমারই জীবন
তোকে দিলাম নিমন্ত্রণ । /1
Comments 3