একুশের অঙ্গীকার
[ ] একুশ জানে মাথা না নোয়ানোর ভাষা।
একুশ গর্বিত বাঙালির প্রতিচ্ছবি ও আশা।
একুশ মানে চেতনা, স্বাধীনতার বীজ বোনা।
একুশ মানে পরাজিত হানাদার বাহিনীর
ভীত-সন্ত্রস্ত প্রাণ ভিক্ষার আবেদনে আত্মসমর্পণ।
একুশ মানেই আত্নত্যাগ।
একুশের রঙেই ওড়ে বিজয় কেতন।
[ ] একুশ মানে বলিষ্ঠ চিৎকার।
একুশ আনে গৌরব-মর্যাদার প্রতিচ্ছায়া।
একুশের মাঝেই স্বোপার্জিত স্বাধীনতা।
একুশের পথ ধরেই আসুক বঙ্গ-বিশ্ব-ভাষা।।
একুশ মানে শাসিতের ত্রাস, বঞ্চিতের অধিকার।
একুশ মানে হার না মানা শক্তির সঞ্চার।
একুশ মানে দাবী আদায়ে ঐক্যবদ্ধ প্রয়াস।
[ ] একুশ মানে প্রাণের জোয়ারে ভাসা বাংলা একাকার।
একুশ মনে করিয়ে দেয় বাঙালির ইতিহাস।
একুশের মাঝে বেঁচে থাকা, প্রত্যাশায় বাঁচে আগামীর আশা।
একুশ আছে বলেই মনে অনেক সজীবতা।
একুশ আছে বলেই প্রাণে এতো প্রাচুর্যতা।
[ ] একুশের মানে শোকের গান।
সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউরসহ নাম না জানা কতো উৎসর্গিত তাজা প্রাণ।
একুশ মানে বাংলায় কথা বলা।
মায়ের ভাষার সম্মান রক্ষা করা।
একুশ মানেই আমার ভাইয়ের রক্তে রাঙানো
অমর একুশের প্রভাত-ফেরি শোকগীতি।
[ ] একুশ মিশে আছে চিরায়িত বাংলার ফসলের জমিনে-সবুজ ঘাসে।
একুশের বর্ণ উড়ছে লাল-সবুজের নিশানায় ঐ দূর আকাশ-পানে।
[ ] একুশ মানে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার দাবি। একুশের মানে ১৪৪ধারা ভঙ্গ করা প্রতিবাদী ভাষা।
একুশ মানে রাষ্ট্রভাষা মিছিলে ঘাতকের বুলেটের সামনে বুক পেতে দেয়া রঞ্জিত রাজপথ আম্রতলা।
[ ] এদেশের মাঝে একুশ আবার আসুক নেমে।
শত অন্যায়-অনাচার দূরীভূত হোক অবাঞ্ছিত সমাজের প্রতিটি রন্ধ্র-উপশিরা হতে।
নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত হোক
সকল প্রাণের মাঝে।
নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও সামাজিক অবক্ষয় ভেসে যাক চিরতরে।
[ ] একুশ হৃদয়ে ধারণ করে সর্বত্রমাঝে সহমর্মিতা-সহাবস্থান-সম্প্রীতি বজায় থাকুক।
ইতিবাচক মানসিকতায় মনুষ্যত্বের জয় হোক।
৷৷৷৷৷ ৷৷৷৷৷৷৷৷৷৷৷ একুশের চেতনা লালন করি
আমি বিশ্ব-বাঙালির।।।।।
Comments 0