এই তট ভূমিহীন প্রবহমান সংশয়
এই যে অস্থির বিষন্নতা আমার
এর কোন শেষ নেই
বুকের মধ্যে প্রায়ই হাজার হাজার সূঁচ ফোটে
মনে হয় ভুল করে চলে এসেছি পিঁপড়েদের দেশে
চেঁচিয়ে উঠতে ইচ্ছে করে, আমি সেই মানুষ নই
আমার হাতে দাগ নেই
দু'একটি মুহূর্ত বাতাসে তুলো বীজের মতন
দুলতে দুলতে চলে যায় শৈশবের দিকে
বহুকাল চেপে রাখা একটি দীর্ঘশ্বাস
বেরুবার পথ পায়না
কত ঝলমলে উজ্জ্বল সকাল আমার দৃষ্টির বাইরে থেকে যায়।
Comments 0