Home  • Story, Tales & Poem • Poem

"বিষন্ন ভুবন"

আর কতো প্রাণ চাই করোনা আর কতো আক্রান্ত সংখ্যা ছাড়ালে আর কতো প্রাণ পেলে হবে ক্ষান্ত। তুমি কি হবেনা নিশ্চিহ্ন? নাকি ধরাকে করবে বিদীর্ণ বিদায় করে দিবে মানবচিহ্ন। তবু আশা বাঁচিবার সুন্দর এ বসুন্ধরা করোনা শোনোনা কি মোদের এ প্রার্থনা? বিধাতার কাছে করি আর্জি আজ ক্ষমা করো তোমার এ পাপী বান্দা। তবুও বাঁচিবার চাই আর্ত মানবতায় মরিতে চাহিনাকো এ সুন্দর ভুবনে বিধাতা মোদের মৃত্যু দিও ঈমানিয়াতের তরে। নেক হায়াত করিও দান শুকরগুজারী হওয়ার সরল-সঠিক পথে চলিবার, যে পথে চলিয়াছেন প্রিয় নবীজী হযরত মুহাম্মাদ। অভাব-অনুযোগ-শোক-তাপ হবে নিঃশেষ দেখি আগামীর করোনামুক্ত নতুন পৃথিবী।

Comments 0


About Author
MD. Kamal Hossain
Copyright © 2024. Powered by Intellect Software Ltd