1. Question: জাবেদায় দাখিলা প্রণয়ন করা হয় কখন ?

    A
    লেনদেনের চুক্তি হওয়ার সাথে সাথে

    B
    পন্য বা সেবা সরবারহের ফরমায়েশ পাওয়ার সাথে

    C
    লেনদেনের সপক্ষে প্রমানপত্র বা উৎস ‍দলিল পাওয়ার সাথে সাথ

    D
    পন্যদ্রব্য সরবারহ করার পর

    Note: Not available
    1. Report
  2. Question: লেনদেনের সপক্ষে প্রমানপত্র বা উৎস দলিল পাওয়ার সাথে সাথে হিসাবরক্ষকের কী করা উচিত ?

    A
    খসড়া বইতে লেনদেন সম্পর্কে নোট রাখা

    B
    ভাউচার প্রস্তুত করে রাখা

    C
    জাবদায় দাখিলা প্রণয়ন

    D
    খতিয়ানে দাখিলা স্থানান্তর

    Note: Not available
    1. Report
  3. Question: জাবেদা ভুক্তিকালে প্রধান কাজ হলো-

    A
    লেনদেনগুলোকে তারিখের ক্রমানূযায়ী সাজানো

    B
    লেনদেনের প্রতিটি দাখিলা প্রধান করা

    C
    প্রতিটি লেনদেন ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষন করা

    D
    লেনদেনের কারন সম্পর্কে ব্যাংখ্যা দেওয়া

    Note: Not available
    1. Report
  4. Question: জাবেদার কাজ হলো- i. লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষন করা ii. লেনদেনগুলোকে তারিখের ক্রমানুযায়ী সাজিয়ে লেখা iii. লেনদেনের প্রাথমিক দাখিলা প্রদান করা নিচের কোনটি সঠিক ?

    A
    i ও ii

    B
    i ও iii

    C
    ii ও iii

    D
    i, ii ও iii

    Note: Not available
    1. Report
  5. Question: কোথায় লেনদেনের ব্যাংখ্যা পাওয়া যায় ?

    A
    খতিয়ানে

    B
    জাবেদায়

    C
    আর্থিক বিবরণীতে

    D
    রেওয়ামিলে

    Note: Not available
    1. Report
  6. Question: প্রত্যেকটা জাবেদা দাখিলার নিচে-

    A
    লেনদেন সংঘটনের কারনসহ ব্যাংখ্যা দিতে হয়

    B
    লেনদেন সংঘটনের কারনসহ ব্যাংখ্যা দিতে হয় না

    C
    কারণসহ ব্যাংখ্যা দিতে হয়, তবে না দিলেও চলে

    D
    কোনো কিছু লিখতে হয় না

    Note: Not available
    1. Report
  7. Question: কোন বইয়ের মাধ্যমে প্রতিটি লেনদেনের উৎপত্তির কারণ জানা যায় ?

    A
    খতিয়ান

    B
    ক্রয়বিক্রয়

    C
    লাভ-লোকসান

    D
    জাবেদা

    Note: Not available
    1. Report
  8. Question: লেনদেনের সংখ্যা, মোট অর্থের পরিমাণ এবং লেনদেন সংঘটিত হওয়ার কারণ জানা যায় -

    A
    খতিয়ানের মাধ্যমে

    B
    জাবেদার মাধ্যমে

    C
    নগদান বইয়ের মাধ্যমে

    D
    রেওয়ামিলের মা্ধ্যমে

    Note: Not available
    1. Report
  9. Question: জাবেদার প্রয়োজনীয়তা অপরিসীম । কেননা জাবেদার সাহায্যে- i. সহজে খতিয়ান করা যায় ii. ভবিষ্যত তথ্য সরবারহ করা যায় iii. হিসাবের গানিতিক শুদ্ধতা প্রমান করে নিচের কোনটি সঠিক ?

    A
    i ও ii

    B
    i ও iii

    C
    ii ও iii

    D
    i, ii ও iii

    Note: Not available
    1. Report
  10. Question: জাবেদার ছকে মোট ঘরের সংখ্যা -

    A
    দুটি

    B
    তিনটি

    C
    পাঁচটি

    D
    সাতটি

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd