1. Question: পারিবারিক বাজেট প্রস্তুতের প্রথম প্রদক্ষেপ কোনটি ?

    A
    প্রয়োজনীয় দ্রব্যাদির তালিকাকরণ

    B
    সম্ভাব্য আয় নির্ধারণ

    C
    দ্রব্য বা সেবার মুল্য নির্ধারণ

    D
    দ্রব্য বা সেবার চাহিদা ও সরবারাহের তথ্য সংগ্রহকরণ

    Note: Not available
    1. Report
  2. Question: পারিবারিক আর্থিক বিবরনীর ধাপ হলো- i. নগদান হিসাব ii. প্রাপ্তি প্রদান হিসাব ii. আয়- ব্যয় বিবরনী নিচের কোনিটি সঠিক ?

    A
    i ও ii

    B
    i ও ii

    C
    ii ও iii

    D
    i, ii ও iii

    Note: Not available
    1. Report
  3. Question: আয় বুঝে ব্যয় করা সম্ভব হয় কখন ?

    A
    বাজেট প্রণয়ন করা হলে

    B
    সম্পদ ও দায়ের সমন্বয় করা হলে

    C
    আয় ব্যয়ের সঠিক হিসব সংরক্ষণ করলে

    D
    দায়িত্ববান হলে

    Note: Not available
    1. Report
  4. Question: ব্যক্তি বা পরিবার স্বাবলম্বী হওয়ার জন্য কোন আত্নকর্মসংস্থানমূলক প্রকল্প হাতে নিতে হলে প্রথমে কোনটি নিতে হবে ?

    A
    পারিবারিক বাজেট

    B
    প্রকল্প বাজেট প্রণয়ন

    C
    প্রকল্পের আয় নির্ধারণ

    D
    প্রকল্পের ব্যয় নির্ধারণ

    Note: Not available
    1. Report
  5. Question: পারিবারিক দৃষ্টিকোণ থেকে মানুষের সুখের ঠিকানা কোনটি ?

    A
    সামাজিক বন্ধ

    B
    পারিবারিক বন্ধন

    C
    আত্নীয়তার বন্ধন

    D
    বন্ধুত্বতার বন্ধন

    Note: Not available
    1. Report
  6. Question: পরিবরের সুখ শান্তি বিঘ্নিত হবে- i. আয়-ব্যয়ের পরিকল্পনা না থাকলে ii. আয়-ব্যয়ের সঠিক হিসাব না থাকলে iii. সম্পদ ও দায়ের হিসাব না থাকলে নিচের কোনটি সঠিক

    A
    i ও ii

    B
    i ও iii

    C
    ii ও iii

    D
    i, ii ও iii

    Note: Not available
    1. Report
  7. Question: পরিবার হচ্ছে- i. অ-মুনাখাভোগী প্রতিষ্ঠান ii. সেবামূলক প্রতিষ্ঠান iii. পরিবার প্রধান থেকে পৃথক প্রতিষ্ঠান নিচের কোনটি সঠিক

    A
    i ও ii

    B
    i ও iii

    C
    ii ও iii

    D
    i, ii ও iii

    Note: Not available
    1. Report
  8. Question: পরিবারকে অমুনাভোগী চলমান প্রতিষ্ঠান বলার কারন- i. অন্যান্য প্রতিষ্ঠানের মতো পরিবারেরও আর্থিক লেনদেন সংঘটিত হয় ii. মুনাফা অর্জনের সুযোগ আছে ii. পরিবারের ব্যয় আছে কিন্তু লাভ-ক্ষতি নির্নয় করা হয় না নিচের কোনটি সঠিক

    A
    i ও ii

    B
    i ও iii

    C
    ii ও iii

    D
    i, ii ও iii

    Note: Not available
    1. Report
  9. Question: সামাজিক ও পারিবারিক জীবন যাপনে কী করা উচিত ?

    A
    প্রচুর আয়

    B
    কম ব্যয় করা

    C
    আয় ও ব্যয় সমান হওয়া

    D
    আয় বুঝে ব্যয় করা

    Note: Not available
    1. Report
  10. Question: সুশৃংখল জীবন ব্যবস্থার মূলতন্ত্র কোনটি ?

    A
    আয়ের বিভিন্ন ক্ষেত্র সৃষ্টি

    B
    পারিবারিক নিয়মনীতি প্রতিষ্ঠা

    C
    পরিবারের প্রত্যেক সদস্যর আত্নকর্মসংস্থান সৃষ্টি

    D
    আয়-ব্যয়ের সঠিক পরিকল্পনা

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd